কলকাতা

শ্লীলতাহানির অভিযোগে ধৃত এসআই, মিলল জামিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থানার ভিতর মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন পার্ক স্ট্রিট থানার সাব-ইনসপেক্টর। সোমবার সকালে পার্ক স্ট্রিট থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে। ধৃতের নাম অভিষেক রায়। সোমবার ব্যাঙ্কশাল আদালতে অভিযুক্ত পুলিস অফিসারকে পেশ করা হয়। বিচারক বিনা শর্তে হাজার টাকার বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। অভিযুক্তের তরফে ৩০ জন আইনজীবী হাজির হয়েছিলেন। 
৫ অক্টোবর পার্ক স্ট্রিট থানার এক সাব-ইনসপেক্টরের বিরুদ্ধে নবান্ন ও লালবাজারে ইমেল করে শ্লীলতাহানির অভিযোগ করেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। পুলিস কমিশনার মনোজ ভার্মার নির্দেশে অভিযুক্ত পুলিস অফিসার অভিষেক রায়ের বিরুদ্ধে মামলা শুরু করে পার্ক স্ট্রিট থানা। একইসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন সিপি। সেই তদন্ত শেষে গ্রেপ্তারির নির্দেশ দেন পুলিস কমিশনার। রবিবার রাতে পার্ক স্ট্রিট থানায় আটক করা হয়েছিল এসআইকে। সোমবার সকালে তাঁকে অ্যারেস্ট মেমোতে সই করায় পুলিস। বিকেল তিনটে পর ব্যাঙ্কশাল আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হয় অভিষেক রায়কে। সরকারি আইনজীবী অভিযুক্তের জেল হেফাজতের আবেদন জানান। সেখানেই প্রশ্ন তোলেন বিচারক। তিনি সরকারি কৌঁসুলিকে জানান, পুলিস হেফাজত চাওয়া হল না। তাহলে কি পুলিসি তদন্ত শেষ হয়ে গিয়েছে? এই প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, প্রয়োজনে জেলে গিয়েও ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী অফিসার। অন্যদিকে, এই ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁদের দাবি, পার্ক স্ট্রিট থানায় কোনও রেস্টরুম নেই। অফিসার ইনচার্জ ও অতিরিক্ত অফিসার ইনচার্জের জন্য থানার চারতলায় একটি করে থাকার ঘর রয়েছে। সাব-ইনসপেক্টররা যেখানে থাকেন, সেটি একটি ডরমেটরি। সেখানেই সব অফিসাররা একসঙ্গে থাকেন। অভিযুক্তের আইনজীবীদের দাবি, ঘটনার দিন অকুস্থলে আরও দুই সাব ইনসপেক্টর ছিলেন। পরিবর্তে সরকারি আইনজীবীর সওয়াল, নির্যাতিতা সিভিক ভলান্টিয়ারের মেডিক্যাল রিপোর্টে ছোটখাট আঘাতের চিহ্ন রয়েছে। 
অভিযুক্তের আইনজীবীদের দাবি, পার্ক স্ট্রিট থানার সেকেন্ড অফিসার আর কয়েকদিনের মধ্যে অতিরিক্ত অফিসার ইন-চার্জ হিসেবে পদোন্নতি পাবেন। তার আগেই এধরনের ঘটনা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। যদিও প্রকাশ্যে আদালতে এবিষয়ে আর কোনও সওয়াল-জবাবের পথে হাঁটেননি অভিযুক্তের আইনজীবীরা। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা