কলকাতা

পুজোর ঘাটতি দীপাবলিতে মিটবে, আশায় মঙ্গলাহাটের ব্যবসায়ী মহল

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আশা ছিল পুজোর আগের শেষ সপ্তাহে জমে উঠবে বেচাকেনা। লক্ষাধিক ব্যবসায়ী, কর্মচারী ও তাঁদের পরিবারের কাছে আসবে পুজোর বাড়তি আনন্দ। কিন্তু নিম্নচাপের বৃষ্টির মতোই প্রতিবাদ, বিক্ষোভ নিয়ে চলা বর্তমান পরিস্থিতি এবছরের পুজোর বাজারে হাসি ফোটাতে পারল না। এমনই আক্ষেপ করছেন হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। যদিও, পুজোর ঘাটতি দীপাবলিতে মিটবে বলে আশাপ্রকাশ মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
পুজোর আগের দু’মাস যখন হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসা তুঙ্গে থাকে, সেই পরিস্থিতিতে চলতি বছরে বিক্ষোভ কর্মসূচির জেরে দুটি সপ্তাহে বন্ধ রাখতে হয়েছে গোটা বাজার। ব্যবসায়ীদের দাবি, সে-সময়েই বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে পাইকারি ব্যবসায়ীদের ভিড় উপচে পড়ে। তখন হাঁফ ফেলার সময় পান না মঙ্গলাহাটের কারবারিরা। কিন্তু ভিন রাজ্য থেকে এবছর পাইকারি দোকানদারদের ভিড় সেভাবে দেখা যায়নি। মালপত্র নিয়ে আটকে যাওয়ায় অনেকেই মঙ্গলাহাটে আসেননি। পাশাপাশি বন্যা পরিস্থিতির কারণেও এবছর বিভিন্ন জেলা থেকে ক্রেতারা কম এসেছেন। চতুর্থীর সকালে মঙ্গলাহাটের বাজারে স্থানীয় ক্রেতাদের দেখা মিললেও ব্যবসায়ীদের মুখে হাসি ছিল না। 
মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি (সেন্ট্রাল) মলয় দত্ত বলেন, ‘গতবছর পুজোর আগের সপ্তাহে একদিনে একেকটি হাট থেকে অন্তত ৬৫ কোটি টাকার বেচাকেনা হয়েছিল। এদিন ১৫ কোটি টাকারও ব্যবসা হয়েছে কি না সন্দেহ। এখন শীতকালীন বাজারই ভরসা।’
সেদিন দুপুরে শিশুদের জন্য পুজোর লেটেস্ট ফ্যাশনের জামা কিনতে মঙ্গলাহাটে এসেছিলেন আরামবাগের বাসিন্দা জগদীশ সামন্ত ও দীপক পোড়েল। তাঁরা বলেন, ‘বন্যা পরিস্থিতির জন্য এবারের ব্যবসা একেবারেই শেষ। তবুও পুজোর দুটো দিন আগে দোকানের জন্য কিছু মালপত্র তুলতে এসেছি। অন্তত বাচ্চাদের জন্য কেনাকাটা করতে কিছু ক্রেতা আসছেন।’
মঙ্গলাহাটের ছোট ব্যবসায়ীদের অনেকেই বলছেন, সমবায়িকা হাট, নবীন হাট, ফ্যান্সি হাট, মডার্ন হাট, পোড়াহাট প্রভৃতি মিলিয়ে হাওড়া ময়দান সংলগ্ন মঙ্গলাহাটে বড় ব্যবসায়ীদের তুলনায় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সংখ্যাই বেশি। পাশাপাশি ফুটপাতে পসরা সাজিয়ে বসেন কয়েক হাজার বিক্রেতা। তাঁরা কীভাবে কর্মচারীদের পুজোর বোনাস দেবেন, জানা নেই।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা