কলকাতা

আকাশ পরিষ্কার হতেই ঢল নামল উত্তর শহরতলিতে, মণ্ডপের সামনে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিনিধি, বরানগর: চতুর্থীতেই উপচে পড়ছে ভিড়। জমাটি আড্ডায় জমজমাট উত্তর শহরতলি এলাকার পুজোমণ্ডপ। আকাশ পরিষ্কার থাকায় সোমবার দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করে। সন্ধ্যায় সেই ভিড় উপচে যায়। রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেন সাধারণ মানুষ। বরানগর থেকে শুরু করে কামারহাটি, পানিহাটি, দমদমের বিভিন্ন অংশে একই চিত্র দেখা দিয়েছে। বারোয়ারি থিম পুজোর মণ্ডপে যেমন ভিড় দেখা গিয়েছে, তেমনই পারিবারিক পুজোগুলিতে দেশ-বিদেশ থেকে পরিবারের সদস্যরা আসায় চাঁদের হাট বসেছে। সেইসঙ্গে শুরু হয়েছে ঘরোয়া আড্ডা। 
শুখচর সর্বজনীনের দুর্গাপুজো এবার ২০২ বছরে পা দিয়েছে। এই পুজোকে ঘিরে স্থানীয় মানুষের আবেগ চোখে পড়ার মতো। এই পুজোর সূচনা করেছিলেন পণ্ডিত নবীনচন্দ্র গঙ্গোপাধ্যায়। পারিবারিক এই পুজো ধীরে ধীরে সর্বজনীন পুজোর রূপ নেয়। তবে আজও পারিবারিক পুজোর রীতি অটুট রয়েছে এখানে। পুজো কমিটির সম্পাদক প্রশান্ত পাল বলেন, মা খুবই জাগ্রত। প্রত্যেক বছর প্রচুর মানুষ মানত পূরণ হওয়ায় ভোগ দিতে আসেন। আমাদের এই পুজোয় ২০২০ সাল থেকে সমস্ত ধরনের বলিপ্রথা নিষিদ্ধ হয়েছে। মা আসেন সাবেকি সাজে। পুজো কমিটির স্থায়ী মণ্ডপে মায়ের আরাধনা হয়। 
বরানগরের দেবীগড় সর্বজনীনের পুজো এবার ৭৫ বছরে পা দিয়েছে। এবার তাদের থিম দশাবতার। মণ্ডপে বড় বিষ্ণু মূর্তি নজর কাড়বে দর্শনার্থীদের। এছাড়াও বিষ্ণুর দশ অবতারের পাশাপাশি মায়ের দশ রূপের মেলবন্ধন অভিভূত করবে দর্শনার্থীদের। মায়ের রূপও মুগ্ধ করার মতো। অভিনব মণ্ডপ সজ্জা দেখতে চতুর্থীতেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। 
বরানগর বসাক বাগান ৩১ পল্লির দুর্গাপুজো এবার ৩১ বছরে পা দিয়েছে। প্রতিবারের মতো এবারও সাবেকিয়ানাতেই ভরসা রেখেছেন পুজোর উদ্যোক্তারা। মায়ের সাবেকি রূপ ও অঙ্গসজ্জা এলাকাবাসীর নজর কেড়েছে। শুরু হয়েছে পাড়ায় জমাটি আড্ডা। দক্ষিণেশ্বরের রামগড় জয়শ্রীনগর অ্যাসোসিয়েশনের পুজো এবার ৬১ বছরে পা দিয়েছে। বদ্রীনাথ ধামের আদলে তৈরি মণ্ডপ দর্শনার্থীদের নজর কেড়েছে। মা আসছেন সাবেকি সাজে। তবে মায়ের বেনারসি সহ অঙ্গসজ্জা দেখে অভিভূত সাধারণ মানুষ। পুজো কমিটির সম্পাদক সঞ্জীব কুণ্ডু বলেন, আমাদের মণ্ডপ ও প্রতিমা সাধারণ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
এদিন ন’পাড়া দাদা ভাই সঙ্ঘের পুজোর উদ্বোধনে সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন। এই পুজোর থিম ও অভিনব প্রতিমা দেখতে উপচে পড়ছে ভিড়। একইভাবে বরানগরের লোল্যান্ড পুজো কমিটি, সিঁথির মোড়ে বন্ধুদল পরিচালিত সর্বজনীনে জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। সিঁথির মোড়ের মেলাতেও পা ফেলার জায়গা ছিল না। তবে পানিহাটির শহিদ কলোনির ‘সব থেকে বড় দুর্গা’ দেখতে ভিড় উপচে পড়েছে। সন্ধ্যায় দর্শনার্থীদের লাইন বি টি রোড অবধি চলে গিয়েছিল।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা