কলকাতা

ভিড় নিয়ন্ত্রণে রাস্তায় গর্ত করে ব্যারিকেড, ক্ষোভ কল্যাণীতে

সংবাদদাতা, কল্যাণী: গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, কল্যাণীতে দুর্গাপুজোর ভিড় রীতিমতো টেক্কা দিচ্ছে কলকাতাকে। সেই মতো ভিড় ও যান নিয়ন্ত্রণে পুলিসকে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। এবারও ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক রাস্তায় গর্ত করে বাঁশ পুঁতে ব্যারিকেড তৈরি করা হয়েছে। শহরের তিনটি বড় পুজো— এ ৯ স্কোয়ার পার্ক, আইটিআই মোড় লুমিনাস ক্লাব ও রথতলা সর্বজনীন পুজোর মাঠের সামনে ঝাঁ চকচকে রাস্তাগুলির একদিক মেশিন দিয়ে গর্ত করে বাঁশ পোঁতা হযয়েছে ব্যারিকেড তৈরির জন্য। এই তিনটি বড় পুজো সংলগ্ন অন্তত ১০টি রাস্তায় এভাবেই অজস্র গর্ত করা হয়েছে। এভাবে রাস্তায় গর্ত করা নিয়ে গত বছরই আপত্তি তুলেছিলেন শহরবাসীর একাংশ। পুজো শেষ হয়ে গেলেও গর্তগুলি মেরামত করা হয়নি বহুদিন। ফলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অনেকে। পুজোর এই ক’দিনের জন্য সরকারি টাকায় তৈরি রাস্তাগুলি এভাবে নষ্ট করার মানে হয় না বলে অনেকে সোচ্চার হন। এবারও একই কায়দায় রাস্তায় গর্ত করে ব্যারিকেড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কল্যাণীর বাসিন্দারা। 
শহরের এক পুজো-উদ্যোক্তা বলেন, ‘ব্যারিকেড তৈরির সময় রাস্তা খুঁড়তে প্রায় ৫৫ হাজার টাকা খরচ হয়েছিল গত বছর। পরে আবার সেই গর্ত ভরাট করতে লক্ষাধিক টাকা খরচ হয়।’ সমীর প্রধান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভালো রাস্তাগুলিতে ভাইব্রেটর দিয়ে গর্ত করা যুক্তিহীন। গত বছর করা গর্তগুলো এখনও ঠিকমতো মেরামত হয়নি।’ পুলিসের এক আধিকারিক বলেন, ‘কল্যাণীর ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করতে চওড়া করে ব্যারিকেড তৈরি করতে হয়। সেই জন্যই রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়। পুজো মিটলে কমিটিগুলির তরফেই রাস্তা ঠিক করে দেওয়া হবে।’ কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, ‘রাস্তা এভাবে খুঁড়ে নষ্ট করার আমি ঘোর বিরোধী। তবে পুলিসকে ভিড় নিয়ন্ত্রণ করতে সেগুলো করতে হচ্ছে। আমরা বলেছি, উৎসব মিটলে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’- নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা