কলকাতা

পুজোয় ভিড়, শুরু আড্ডা, বিধাননগরে উৎসবের মুড

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘আর এক কাপ চা খেয়ে নিই, একটু দাঁড়া’। বিধাননগর পুরসভার অদূরেই ফুটপাতের ধারে একঝাঁক চায়ের দোকান। নতুন পোশাক পরে হাজির একদল তরুণ-তরুণী। একটু এগলেই সল্টলেকের এফডি ব্লক সর্বজনীনের পুজো। ‘উৎস থেকে অসীমে’র থিমে গোমুখ থেকে সাগর, ফুটে উঠেছে গঙ্গার মহিমান্বিত যাত্রা। মহালয়ার দিন থেকে সব ভিড় একাই টেনেছিল শ্রীভূমি। তবে, রবিবার লেকটাউন থেকে সল্টলেক, নিউটাউনের মণ্ডপেও দেখা গেল ভিড়ের ছবি। সঙ্গে মণ্ডপের অদূরে পুজোর আড্ডা। রাস্তার ধারে আলোকসজ্জা, ঘণ্টা বাজাচ্ছেন আইসক্রিমওয়ালা, ভিড় নিয়ন্ত্রণে পুলিসের ব্যস্ততা, ভিআইপি রোডে বাড়তি ট্রাফিক, সব মিলিয়ে গোটা বিধাননগরে উৎসবের মুড।
ছোট বড় মিলিয়ে বিধাননগর কমিশনারেট এলাকায় মোট দুর্গাপুজোর সংখ্যা ৬১৪। তার মধ্যে বিগ বাজেটের থিমের মণ্ডপ হয় ৯৭টি। এই ৯৭টির মধ্যে রেকর্ড ভিড় হয় লেকটাউনের শ্রীভূমির। সংখ্যাগরিষ্ঠ পুলিসকে মোতায়েন করতে হয় এখানেই। কারণ, শুরু ভিড় নিয়ন্ত্রণ নয়। ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা সচল রাখাটাও পুলিসের কাছে চ্যালেঞ্জ। এদিন রবিবার থাকায় দুপুর ২টো থেকেই শ্রীভূমিতে ভিড় নামতে শুরু করে। বিকেলের পর সেই ভিড় জনস্রোতে পরিণত হয়। তিরুপতি বালাজি মন্দির, সোনার অলঙ্কারে সুসজ্জিত প্রতিমা দেখতে এখানে কাতারে কাতারে মানুষ এসেছিলেন। অপেক্ষার লাইনে দাঁড়িয়েও তাঁদের কারও চোখে মুখে ক্লান্তি নেই।
লেকটাউনের পাশেই সল্টলেক। এই শহরে এফ ডি ব্লক, এ কে ব্লক, এ ই পার্ট-১, এ জি ব্লক, আই বি ব্লক, বি জে ব্লক সহ বিভিন্ন ব্লকে থিমের মণ্ডপ তৈরি হয়েছে। এদিন সন্ধ্যার পর থেকে সেখানে ভিড় নামে। বয়স তিনবছর হলেও সিটি স্কোয়ারে নিউটাউন সর্বজনীনের পুজো দর্শনার্থীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই লেকটাউন, সল্টলেকের সঙ্গে নিউটাউনেও জমে উঠেছে উৎসব। এদিন সন্ধ্যার পর সেখানেও দর্শনার্থীদের লম্বা লাইন। ভিড়ের ছবি বাগুআইটিতেও। এখানেও তৈরি হয়েছে একাধিক থিমের মণ্ডপ।
এদিন রবিবারে ভিড় নামবে বলেই আগে থেকে প্রস্তুত ছিল পুলিস। সেই মতো লেকটাউন থেকে এয়ারপোর্ট পর্যন্ত পর্যাপ্ত ট্রাফিক পুলিস মোতায়েন ছিল। গোলাঘাটা থেকে শ্রীভূমির দিকে যাওয়ার পথে ভিআইপি রোডের একটি অংশে এয়ারপোর্টগামী গাড়ি পাস করানো হয়েছে। তাতে কোনও যানজট হয়নি। লেকটাউনে যাঁরাই বাস থেকে নেমেছেন তাঁদের সকলকেই পার করানো হয়েছে আন্ডারপাস দিয়ে। শুধু যানজট এড়ানো নয়, ভিড়ে দুর্ঘটনা এড়ানোও চ্যালেঞ্জ পুলিসের।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা