কলকাতা

বরানগরে চাঁদার জুলুম, ব্যবসায়ীকে মারধর, স্ত্রীকেও হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দাবি মতো চাঁদা না পেয়ে বরানগরের ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক পুজো কমিটির বিরুদ্ধে। তাদের অত্যাচারের হাত থেকে ব্যবসায়ীর স্ত্রীও ছাড় পাননি। শনিবার ওই ব্যবসায়ী দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মহামিলন মঠ লাগোয়া পিডব্লুডি রাস্তার উপর বাসের এজেন্ট হিসাবে কাজ করেন উমেশপ্রসাদ সাউ। অভিযোগ, স্থানীয় দেবীগড় সর্বজনীন পুজো কমিটির সদস্যরা শুক্রবার রাতে চাঁদা নিতে আসেন। তাঁরা ১০ হাজার টাকা চাঁদা চাইলেও উমেশবাবু পাঁচ হাজার টাকা দিতে রাজি হয়েছিলেন। কিন্তু পুজো কমিটির সদস্যরা তা নিতে রাজি হননি। উল্টে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর বামদিকের চোখ গুরুতর জখম হয়। মারধরের খবর পেয়ে তাঁর স্ত্রী সুমিতা সাউ দৌড়ে এলে তাঁকেও হেনস্তা করা হয়। তাঁর মোবাইল আছড়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 
উমেশবাবু বলেন, ওরা ১০ হাজার টাকা চেয়েছিল। আমরা পাঁচ হাজার টাকা দেব বলেছিলাম। ওরা একটাকাও কম নিতে রাজি হয়নি। উল্টে অশ্রাব্য ভাষায় গালিগালি করে মারধর করে। আমার স্ত্রী ও মেয়ে ওদের অত্যাচার থেকে রক্ষা পায়নি। চরম আতঙ্কে রয়েছি। দেবীগড় সর্বজনীন পুজো কমিটির সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে ক্লাবের কিছু সদস্যের আর্থিক লেনদেন সংক্রান্ত পুরাতন সমস্যা রয়েছে। এনিয়ে থানা অভিযোগও হয়েছিল। চাঁদা চাইতে গিয়ে সেইসব কারণে হয়তো ঝামেলা হতে পারে। পুজোর কর্মকর্তাদের নামেও ওঁরা অভিযোগ দায়ের করেছেন। তবে যে কারণেই হোক এই ধরনের ঘটনা কাম্য নয়। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা