কলকাতা

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বৃদ্ধার কাছ থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, রহস্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গভীর রাতে শুনশান টাকি রোড। অন্ধকারে ওই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। তাঁর হাতে ছিল একাধিক পুঁটুলি। তাঁর গোঙানি শুনে কয়েকজন এগিয়ে এসে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান। তবে, ওই হাসপাতালে তাঁর চিকিৎসায় তেমন কোনও উন্নতি না হওয়ায় পরে বারাসত মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
রহস্য তাঁর ওই পুঁটুলি নিয়ে! কি ছিল ওই পুঁটুলিগুলিতে? উদ্ধারকারীরা একটি পুঁটুলি খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের। একটিতেই মিলল দেড় লক্ষেরও বেশি নগদ ও খুচরো টাকা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই ভবঘুরে ভিক্ষুক ছিলেন। উদ্ধার হওয়া টাকা রয়েছে পুলিসের হেফাজতে। 
 শনিবার রাত ১টা নাগাদ টাকি রোড ধরে ঘরে ফিরছিলেন দেগঙ্গার বেশ কয়েকজন যুবক। কালিয়ানি বিল এলাকায় অন্ধকারের এক বৃদ্ধার গোঙানির আওয়াজ কানে আসে তাঁদের। তাঁরাই ওই বৃদ্ধাকে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান। তবে, সঙ্গে থাকা ওই পুঁটলিগুলি হাতছাড়া করেননি বৃদ্ধা। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর উদ্ধারকারী তিন যুবক একটি পুঁটলি খুলতেই তাজ্জব বনে যান। দেখেন, তার মধ্যে রয়েছে বান্ডিল বান্ডিল নোট! প্রথমে তাঁরা অবাক হলেও পরে তাদের ভুল ভাঙে। পুঁটলি থেকে বেরিয়ে আসে ১০, ২০, ৫০, ১০০ টাকার পুরনো ও নতুন নোট। কয়েকটি ৫০০, ২০০ টাকার নোটও ছিল। এমনকী প্লাস্টিকে মোড়া ছিল এক, দুই, পাঁচ ও ১০ টাকার কয়েনও। সব মিলিয়ে ১ লক্ষ ৫৬ হাজার ২১০ টাকা। পুলিসের সামনেই ওই টাকা গোনা হয়। এরপর ওই টাকা পুলিসের হাতে তুলে দেওয়া হয়। 
উদ্ধারকারী রফিকুল ইসলাম ও অজিউদ্দিন আক্তারি বলেন, এদিন রাতে বাড়ি ফেরার পথে আমরা দেখি রাস্তার ধারে ঝোপের মধ্যে এক বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে গোঙাচ্ছেন। তাঁর মাথা ফেটে রক্ত বেরচ্ছে। পাশেই পড়ে ছিল পুঁটলিগুলি। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। তারপর ওই বৃদ্ধাকে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা হয় তাঁর সঙ্গে থাকা পুঁটলিগুলি। প্রাথমিক চিকিৎসা পর অবস্থার অবনতি হওয়ায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গ্রামীণ হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা চলাকালীন তাঁর নাম, পরিচয় জানতে একটি পুঁটলি খোলা হয়। তা দেখে অবাক হয়ে যান চিকিৎসক ও উদ্ধারকারীরা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবঘুরে বৃদ্ধা এলাকায় ভিক্ষা করতেন। ভিক্ষা করেই তিনি লক্ষাধিক টাকা জমিয়েছিলেন। পুলিস ওই বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করছে। তিনি একটু সুস্থ হলে ওই টাকা কোথা থেকে পেয়েছেন, তা জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিস।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা