কলকাতা

একাদশের ছাত্রীর উপস্থিত বুদ্ধিতে আটকে গেল বিয়ে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়াশোনা করে মাথা উচুঁ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল কিশোরী। কিন্তু তার কথায় আমল দেননি বিডন স্ট্রিটের একটি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছাত্রীটির বাবা‑মা। উল্টে তাঁরা মেয়ের বিয়ে একেবারে পাকা করে ফেলেছিলেন বিহারের বাসিন্দা এক যুবকের সঙ্গে। এজন্য পাত্রপক্ষকে আগাম দেড় লক্ষ টাকা পণও দিয়েছিল ছাত্রীটির পরিবার।
সব জেনে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ছিল। সম্প্রতি উত্তর কলকাতার ওই স্কুলে একটি আইনি সচেনতা শিবিরের আয়োজন করেছিল কলকাতা লিগ্যাল এইড। সেখানেই সংস্থার কর্তাব্যক্তিদের কাছে সাহস করে পুরো বিষয়টি খুলে বলে ছাত্রীটি। এরপরই তাঁদের উদ্যোগে আটকানো সম্ভব হয় ওই নাবালিকার বিয়ে। ওর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন সকলে।
কলকাতা লিগ্যাল এইডের সচিব তথা বিচারক মৌ ঘটক মজুমদার বৃহস্পতিবার বলেন, আমরা ছাত্রীটির মুখ থেকে সমস্ত কিছু শোনার পর তার বাড়ির লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। তার বাবা‑মাকে বোঝানোর চেষ্টা করি, আপনার মেয়ে নাবালিকা। আর তা ছাড়া ও যখন পড়াশোনা করতে চাইছে, তখন কেন মাঝপথে ওর স্বপ্নকে ভেঙে দেওয়া হচ্ছে? সমস্ত কিছু শোনার পর ছাত্রীটির পরিবার মেয়ের বিয়ে দেওয়া থেকে সরে আসে।
এদিকে, ছাত্রীটি যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেজন্য স্কলারশিপেরও বিষয়টি নিয়ে শিক্ষাদপ্তরের সঙ্গে নিয়ে কথা বলবে কলকাতা লিগ্যাল এইড। পাশাপাশি পণ হিসেবে যে দেড় লক্ষ টাকা পাত্রপক্ষ নিয়েছিল, তাও ফেরানোর জন্য সেখানকার সরকারের সঙ্গে কথা বলবে রাজ্য সরকারের উদ্যোগে চলা কলকাতা লিগ্যাল এইড। কাশীপুরের বাসিন্দা ছাত্রীটির বিয়ে শেষ পর্যন্ত আটকানোয় খুশি আইনি সহয়তা কেন্দ্রের কর্তারা ছাড়াও ছাত্রীটির স্কুলের বন্ধুরা। আর ছাত্রীটির কথায়, আমার বিষয়ে সকলে এগিয়ে আসায় শেষ পর্যন্ত আমি সাফল্য লাভ করেছি। সহযোগিতা পেয়েছি স্কুলের দিদিমণিদেরও। তাই শেষ দিন পর্যন্ত এই ভালো মানুষগুলোর কথা মনে রাখব। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা