বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আর জি করে সমস্ত ওয়ার্ডে ডিসট্রেস অ্যালার্ম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে কোনওভাবে অভয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ওয়ার্ডে ওয়ার্ডে ‘ডিসট্রেস অ্যালার্ম’ বসানোর সিদ্ধান্ত নিল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওয়ার্ডে কর্মরত হাসপাতালের যে কোনও কর্মী বা চিকিৎসক যে কোনওরকমের অপ্রীতিকর অবস্থা আঁচ করলে, এই অ্যালার্ম টিপলেই সতর্ক হয়ে যাবেন নিরাপত্তারক্ষীরা। আসবেন ঘটনাস্থলে। 
মঙ্গলবার হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক বসেছিল। উপস্থিত ছিলেন হাসপাতাল, সিআইএসএফ, পুলিস ফাঁড়ি ও বেসরকারি নিরাপত্তারক্ষীদলের আধিকারিকরা। বৈঠকে ডিসট্রেস অ্যালার্ম চালু সহ হাসপাতালের নিরাপত্তা ঢেলে সাজানোর প্রস্তাব দেয় সিআইএসএফ। সিদ্ধান্ত হয়েছে হাসপাতালে মধ্যে তৈরি হবে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। অন্তত ২০ ফুট বাই ২০ ফুট ঘরে তৈরি হবে কন্ট্রোল রুমটি। সেখান থেকেই নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা। এদিনের নিরাপত্তা বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত সম্মতি পাওয়ার জন্য সেগুলি পাঠানো হচ্ছে স্বাস্থ্যভবনে। সবুজ সঙ্কেত মিললেই শুরু হয়ে যাবে কাজ। 
হাসপাতাল সূত্রের খবর, এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে অন্তত চার ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে। প্রথমত, ‘ডিসট্রেস অ্যলার্ম’। ওয়ার্ডে এই অ্যালার্ম বাজালেই সতর্ক হয়ে যাবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে থাকবে ভিডিও ওয়াল। হাসপাতালে লাগানো সবক’টি সিসিটিভিতে মানুষজনের গতিবিধি দেখা যাবে এখান থেকেই। কোনওখানে কোনও সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করলেই ওই কন্ট্রোল রুম থেকে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে লাউডস্পিকারে সতর্ক করে দেওয়া হবে নিরাপত্তারক্ষীদের। প্রয়োজনে ঘটনাস্থলে পাঠানো হবে তাঁদের।
এখানেই শেষ নয়, ওয়ার্ডের মধ্যে স্পর্শকাতর জায়গা যেমন ডিউটি রুম, সেমিনার রুম, অপারেশন থিয়েটার এইসব জায়গায় বায়োমেট্রিক অ্যান্ড ফেসিয়াল স্ক্যানার লাগানোর সিদ্ধান্তও হয়েছে। মুখ দেখে এবং আঙুল ছাপ নিয়ে তবে দরজা খুলবে এইসব জায়গার। ওয়ার্ডে ওয়ার্ডে নিরাপত্তারক্ষীদের কাছে ব্যাগেজ এক্স-রে স্ক্যানার দেওয়ার কথাও বলা হয়েছে নিরাপত্তা বৈঠকে। কী কাজ এই ব্যাগেজ এক্স-রে স্ক্যানারের? ওয়ার্ডে কোনও ব্যাগ, পুঁটলি, বাক্স বা সন্দেহজনক জিনিসপত্র দেখলেই এই এক্স-রে স্ক্যানার দিয়ে নিমেষে দেখা নেওয়া যাবে, কী আছে ভিতরে। এছাড়াও হাসপাতালের তিনটি গেটেই থাকবে কার স্ক্যানার। যে কোনও গাড়ি হাসপাতালে ঢুকলেই তার নম্বর প্লেট ও গাড়ির ছবি লোড হয়ে যাবে। বেরলেও একইভাবে সেই তথ্য ডাউনলোড হয়ে যাবে কন্ট্রোল রুমের হার্ড ডিসকে। 
হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকার এক আধা সেনা কর্তা বলেন, সারা জীবন তো আমরা এখানকার নিরাপত্তার দায়িত্বে থাকব না। কিন্তু, এমন কয়েকটি ব্যবস্থা চালু করার কথা জানালাম, যেগুলি এখন দেশবিদেশের সমস্ত বিমানবন্দর থেকে শিল্পতালুক—সর্বত্র নিরাপত্তা আঁটোসাটো করতে ব্যবহৃত হচ্ছে। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা