কলকাতা

‘আদিবাসীর আঙিনায়’-‘বৃক্ষ রক্ষা’, দুর্গাপুজোর হরেক থিম শ্যামপুরে

সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গা পুজোর প্রস্তুতির কাজ এই সময় জোরকদমে চলে। কিন্তু এ বছর নিম্নচাপের বৃষ্টি সে কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপ সজ্জার কাজ শেষ করার লক্ষ্যে বৃষ্টি মাথায় নিয়েই কাজ করতে হচ্ছে বলে জানালেন একাধিক পুজো উদ্যোক্তা।  
শ্যামপুরের বাছরি যুব সঙ্ঘ। এ পুজো এবার ৫৮ বছরে পা দিল। তাদের এবারের থিম, ‘আদিবাসীর আঙিনায়’। প্রায় ১০ লক্ষ টাকা বাজেট এই পুজোর। আদিবাসীদের একটি গ্রামের চিত্র তুলে ধরছে তারা। পুজো কমিটির সম্পাদক শান্তনু বিশ্বাস বলেন, মণ্ডপ সজ্জায় আদিবাসীদের জীবন-যাত্রা থেকে পুজো-পার্বণ তুলে ধরা হবে। দর্শনার্থীরা নতুন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করবেন।’ অন্যদিকে বাছরি ফুটবল মাঠ দুর্গা পুজো সমিতির এবারের থিম, ‘বৃক্ষ মোদের মাতৃ শক্তি’। ৫৯ বছরে পা দিল এই পুজো। বাজেট ১৫ লক্ষ টাকার মতো। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ মল্লিক বলেন, ‘গাছ আমাদের প্রাণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিরাট অবদান। অথচ তা না ভেবে একশ্রেণির মানুষ নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। আমরা গাছ বাঁচানোর বার্তা মণ্ডপ সজ্জায় তুলে ধরছি।’ এর পাশাপাশি কবি সুকান্ত ভট্টাচার্যের রানার থিমে সেজে উঠছে শ্যামপুরের রাউতাড়া ব্লু স্টার যুব সঙ্ঘের পুজো। তাদের এবার দশ বছর। পুজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা। পুজো কমিটির সভাপতি নিত্যানন্দ প্রধান বলেন, ‘রানার বা ডাক হরকরাদের দুঃখ-দুর্দশার জীবন কাহিনি তুলে ধরা হবে। সেই সঙ্গে প্রতিমাতেও চমক থাকছে।’ 
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা