কলকাতা

অটোয় ফেলে যাওয়া এনআরসি কার্ড ও টাকা ফেরালেন চালক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুল করে অটোতে দু’টি ব্যাগ রেখে নেমে গিয়েছিলেন এক যাত্রী। তাতে ছিল নগদ ৯৮ হাজার ৬৫০ টাকা সহ নাগরিকত্বের প্রমাণপত্র। কিন্তু তা পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন অসমের গুয়াহাটির বাসিন্দা দিলীপ সাহা। কিন্তু সেই টাকা ও নথিপত্র অশোকনগর থানায় ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন অটোচালক পলাশ দাশগুপ্ত। শনিবার অশোকনগর থানার পুলিস দু’জনকেই থানায় ডাকে। পুলিসের সামনেই অটোচালক পলাশ সেই টাকার ব্যাগ সহ অন্যান্য জিনিস ফিরিয়ে দেন দিলীপ সাহার হাতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ছোলা বিক্রির ব্যবসা করেন দিলীপ। স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তির জেরেই গুয়াহাটির বাড়িঘর ছেড়ে তিনি অশোকনগরে তাঁর দিদির বাড়িতে আসছিলেন। শুক্রবার তিনি নামেন অশোকনগর স্টেশনে। সঙ্গে ছিল দু’টি ব্যাগ। তাতে জামাকাপড় ছাড়া ছিল নাগরিকত্বের প্রমাণপত্র ও ৯৮ হাজার ৬৫০ টাকা। অশোকনগর স্টেশনে নেমে নগরউখড়া-কচুয়া রুটের একটি অটো ভাড়া করেন তিনি। ২৫০ টাকা ভাড়ার রফা হয় অটো চালক পলাশ দাশগুপ্তর সঙ্গে। প্রায় ১১ বছর পর দীপক দিদির বাড়িতে আসছিলেন। এর মধ্যে দিদির বাড়ির এলাকা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তাই রাস্তায় খোঁজখবর করতে করতে শেষে দিদির বাড়িতে পৌঁছন। কিন্তু নামার সময়ে অটোয় ব্যাগ সহ টাকার কথা বেমালুম ভুলে যান। এদিকে অটো নিয়ে কিছুক্ষণ কাজলা এলাকায় অপেক্ষা করেন চালক। শেষে ওই ব্যবসায়ী না ফেরায় অটো নিয়ে ফের স্ট্যান্ডে চলে আসেন পলাশ। তিনি ফোন করে বিষয়টি জানান অশোকনগর থানার পুলিসকে।
এদিকে, খোয়া যাওয়া টাকার জন্য একরাশ চিন্তা নিয়ে দিলীপ তাঁর ভাগ্নেকে নিয়ে শনিবার সকালে অটো স্ট্যান্ডে আসেন। খোয়া যাওয়া টাকা সহ ব্যাগ থানায় রয়েছে জেনে তিনি স্বস্তি পান। এদিন দুপুরের পর দু’পক্ষকেই ডাকে পুলিস। পরে অটোচালক পলাশ সেই ব্যাগ ফিরিয়ে দেন। দিলীপবাবু বলেন, ব্যাগে আমার টাকার থেকেও বড় জিনিস নাগরিকত্বের প্রমাণ ছিল। না পেলে কী হতো জানি না। অটোচালকের সততায় সেই টাকা সহ ব্যাগ ফিরে পেয়ে ভালো লাগছে। আর অটোচালক পলাশ বলেন, যাত্রীর ফেলে যাওয়া টাকা এবং ব্যাগ ফিরিয়ে দিতে পারে ভালো লাগছে। আর পুলিস যেভাবে আমাকে সম্মান জানালো তাতেও আমি মুগ্ধ।  নিজস্ব চিত্র
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা