কলকাতা

আর জি কর-এ বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগ থেকে কী পেল বম্ব স্কোয়াড?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ড নিয়ে সারা দেশে চলছে তীব্র আলোচনা। রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নারকীয় ধর্ষণ ও খুনের প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব তাঁরা। এরই মধ্যে আজ, বৃহস্পতিবার একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল আর জি কর হাসপাতালে।
ঘটনার সূত্রপাত, ধর্না মঞ্চের সামনের খাটে রাখা একটি ব্যাগ ঘিরে। এদিন সকাল থেকেই ব্যাগটিকে খাটে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক ভাবে বিষয়টিকে কেউ আমল না দিলেও, বেলা ১২টাতেও যখন কেউ ব্যাগটি নিয়ে যাননি, তখন টনক নড়ে পুলিসের। আর জি কর-এ ডিউটিতে থাকা সিআইএসএফ জওয়ানেরাও বিষয়টির দিকে নজর দেন। বন্ধ করে দেওয়া হয় আর জি কর-এর মূল গেট। ধর্না মঞ্চ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিস ও সিআইএসএফ বাহিনী। আনা হয় স্নিফার ডগ, পাশাপাশি খবর যায় বম্ব স্কোয়াডেও।
প্রায় দেড় ঘণ্টা পর বম্ব স্কোয়াড আসে আর জি কর-এ। বিশেষ সাবধানতা অবলম্বন করে পরিত্যক্ত ব্যাগটি খোলা হয়। তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি। মেলেনি কোনও বোমাও। ব্যাগটি থেকে উদ্ধার করা হয় জলের বোতল, কোল্ড ড্রিংকস, বিস্কুটের প্যাকেট ও কিছু খবরের কাগজ। ফলে অনুমান করা হচ্ছে, ওই ব্যাগটি ধর্নায় সামিল হওয়া কোনও ব্যক্তিরই। যিনি সম্ভবত ভুল করেই ব্যাগটি ওই স্থানে রেখে গিয়েছেন। সেটি নিয়েই ছড়িয়ে পড়ে বোমাতঙ্কের গুজব।
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা