কলকাতা

‘হাসপাতাল খালি ঘোরাচ্ছে, ভর্তি কিছুতেই নিচ্ছে না’, অভিযোগ রোগীর পরিজনদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওপিডি, ওষুধের কাউন্টারে লম্বা লাইন এখন সরকারি হাসপাতালগুলির চেনা দৃশ্য হয়ে উঠেছে। তার মধ্যে বুধবার রোগীর পরিজনরা নয়া অরাজকতার ছবি আনলেন সামনে। অভিযোগ, জরুরি বিভাগে ডাক্তার দেখছেন। তারপর ওপিডিতে পাঠাচ্ছেন। সেখানেও ডাক্তার দেখছেন। কিন্তু ভর্তি নেওয়ার বিষয় হলেই মৌখিকভাবে জানিয়ে দিচ্ছেন, ‘বেড নেই’। দিনভর শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে এভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে পারলেন না বহু মানুষ। 
বাঁকুড়ার ইন্দাস থেকে স্ত্রীকে নিয়ে এসে অসহায় অবস্থায় পড়লেন এক ব্যক্তি। বুধবার দুপুরের দিকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্ত্রীকে ট্রলিতে শুইয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে পেশায় দিনমজুর হাসান মণ্ডল। বললেন, ‘বউ কিছু খেতে পারছে না। উঠে বসতেও পারছে না। চোখে দেখতে পায় না। বাঁকুড়া আর বর্ধমানের সরকারি হাসপাতালে দেখিয়েছি। এবার এখানে জরুরি বিভাগে এলাম। আমাদের ওপিডিতে পাঠাল। সেখানে ডাক্তার দেখার পর আবার জরুরি বিভাগে এলাম। একটা রিপোর্ট করতে বলল। তারপর বললেন, বেড নেই। কী করব এখন আমি! মরো মরো রোগীকে ভর্তিই করতে পারলাম না। বাড়ি ফিরে গেলে কি হবে ভাবতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।’ হাসান অগত্যা স্ত্রীকে নিয়ে ফিরেই গেলেন। সেখানে দাঁড়িয়ে বৃদ্ধ গিয়াসুদ্দিন। বললেন, ‘ভাগ্নির ছেলের ইউএসজি করানোর ডেট নিতে এসেছি। খবরে পড়লাম, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তাই ভাবলাম হাসপাতাল গিয়ে খবর নিয়ে আসি। কিন্তু এখানে এসে শুনছি, তারিখ দিচ্ছে কিন্তু তা আবার কিছুক্ষণের মধ্যে বদলেও দিচ্ছে।’ পিজি শুধু নয়। একই চিত্র দেখা গেল কলকাতা মেডিক্যাল কলেজেও। মেডিক্যালে মহম্মদ জাফির নামে এক ব্যক্তিকে নিয়ে এলেন তাঁর পরিবার। তাঁরা মঙ্গলবার থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন। এক পরিজন বললেন, ‘মঙ্গলবার এসএসকেএমে গিয়েছিলাম। সেখানকার ডাক্তার বললেন, ভর্তি করাতে হবে। কিন্তু হাসপাতালে আমাদের অনেক্ষণ ঘোরাল। চিকিৎসা না পেয়ে রাতে অনেক চিত্কার করলাম আমরা। তখন বলল, চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে চলে যান।’ বুধবার সকাল হতেই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল জাফিরবাবুকে। তাঁর পরিজনের অভিযোগ, ‘এখানেও বলল, ব্রেনের চিকিত্সক নেই। তারপর মেডিক্যাল কলেজে আনলাম। এখানেও চারদিক ঘুরছি। ওঁরা ওপিডিতে দেখাতে বললেন। লাইন দিয়ে দাঁড়িয়ে সেখানে দেখালাম। কিন্তু কোনও চিকিত্সাই হচ্ছে না। এই রোগীকে নিয়ে এখন কোথায় যাব আমরা? মানুষটাকে কি সবাই মিলে মেরে ফেলতে চাইছে?’ 
শহরের অধিকাংশ হাসপাতালে একই চিত্র। সর্বত্র উদ্বিগ্ন মুখের ভিড়। ‘আবার কবে যে সমস্ত কিছু ঠিক হবে? চিকিত্সকরা যে কবে রোগীদের দিকে চেয়ে দেখবেন?’ এই আশায় তাঁদের দিকে তাকিয়ে খেটে খাওয়া মানুষরা। তাঁদের কেউ দিনমজুর। কেউ ভাগচাষি। কেউ কারখানার শ্রমিক। কেউ রিকশ চালান। অসুস্থ হলে সরকারি হাসপাতাল ছাড়া গতি নেই তাঁদের।
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা