কলকাতা

কুঠিঘাট থেকে দক্ষিণেশ্বর মেট্রো পর্যন্ত সম্প্রসারিত রুটে শুরু হল অটো চলাচল

নিজস্ব প্রতিনিধি, বরানগর: গঙ্গার একদিকে বরানগর কুঠিঘাট, উল্টো দিকে বেলুড় মঠ। এক জায়গা থেকে আরেক জায়গায় সরাসরি যাওয়ার জন্য রয়েছে ফেরি পরিষেবা। কিন্তু কুঠিঘাট থেকে সরাসরি দক্ষিণেশ্বর যাওয়ার কোনও উপায় নেই। টোটো পাওয়া যায় সেই কাচের মন্দির স্ট্যান্ড থেকে। অথচ দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায় কুঠিঘাট সহ গঙ্গাপাড়ের বিস্তীর্ণ এলাকার  মানুষ মেট্রো ব্যবহার করছেন। তাই কুঠিঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন অটো রুট চালুর দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন স্থানীয়রা। গণেশ পূজার দিন থেকে চালু হয়েছে সেই অটো রুট। স্থানীয় বাসিন্দারা খুশি। তবে নয়া এই রুট চালু হওয়ায় অন্যান্য রুটের অটোয় যাত্রী কমে যাবে বলে আশঙ্কা চালকদের একাংশের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন ব্যানার্জিপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অটো রুট ছিল। মোট আটটি অটো চলত। ওই পরিষেবা কুঠিঘাট পর্যন্ত সম্প্রসারিত হলে বহু মানুষ উপকৃত হতেন। সেক্ষেত্রে সহজেই গঙ্গাপাড় থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছনো সম্ভব হতো। কয়েক মাস আগে পরিবহণ দপ্তর থেকে নোটিফিকেশন দিয়ে নতুন রুটের কথা জানানো হয়। বলা হয়, কুঠিঘাটের পুরনো থানা ভবনের সামনে থেকে অটো ছাড়বে। নন্দলাল দে স্ট্রিট, বরোদা বসাক স্ট্রিট, ব্যানার্জি পাড়া হয়ে পৌঁছবে দক্ষিণেশ্বর। ওই রুটে নতুন করে তিনটি অটোর অনুমোদনও দেওয়া হয়। কিন্তু তাতে পুরনো চালকরা বেঁকে বসেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এই রুটে অটো চালু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে খুশির হাওয়া। যদিও অটোচালকদের একাংশের দাবি, নতুন রুটের ফলে গোকুলবাবু বাজার, পাঠবাড়ি হয়ে ব্যানার্জিপাড়া রুটে যাত্রী কমবে। তাঁদের অভিযোগ, প্রতিদিন এসব রুটে অটোর সংখ্যা বাড়ছে। আগের থেকে আয় কমছে। কোন রুটে কত অটো চলবে, অবিলম্বে তা নিয়ে নির্দিষ্ট নীতি প্রণয়ন জরুরি বলে মনে করছেন তাঁরা। 
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা