কলকাতা

‘ঘুরতে যাবি’ বললেই পা তুলে ইশারা, মালিকের কাঁধে চেপে ঘুরে বেড়ায় টিয়া

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পোষ্য হিসেবে ৯ মাস ধরে থাকে বাড়িতে। এর মধ্যেই মালিকের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে ছোট্ট টিয়া পাখি মিঠু। আকবর মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। তাঁর দৈনন্দিন সফরসঙ্গী হয়ে উঠেছে টিয়াটি। তাকে বাড়িতে রেখে কোথাও বেরতে পারেন না আকবর। একবার দরজার আওয়াজ পেলেই পা তুলে ইশারা করে জানান দেয় যে, তাকেও নিয়ে বেরতে হবে। না নিলেই চিৎকার শুরু। সোনারপুরের চৌহাটির ধামাইতলার বাসিন্দা আকবর মণ্ডল। তিনি জানান, বাচ্চা অবস্থায় পাখিটিকে একটি হাট থেকে সাড়ে সাত হাজার টাকা দিয়ে কিনেছিলাম। খাঁচায় রেখে খাওয়াতাম। এখন অল্প অল্প কথা বলতে শিখেছে। পাখিটির প্রতি মায়া তৈরি হয়েছে। আগে যখন বাড়ি থেকে কাজে বেরতাম মিঠুর সঙ্গে কথা বলে চলে যেতাম। এখন বেড়াতে যাবি, বললেই পা তুলে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করে যাতে ওকে আমি নিয়ে যাই। কাজে বা অন্য কোথাও গেলে কাঁধে, কখনও আবার সাইকেলে বসিয়ে পায়ের সঙ্গে ছোট্ট দড়ি বেঁধে নিয়ে বেরন ৭৪ বছরের আকবর। 
পাখিটির প্রিয় খাদ্য হচ্ছে সূর্যমুখীর দানা। আকবরবাবুর সঙ্গে থাকেন তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে। তাঁরাও যত্ন নেন মিঠুর। কিন্তু সবাইকে ছেড়ে আকবরের সঙ্গেই পাখিটির অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। এখন কাঁধে নিয়ে ঘুরলেও অনেক সময় তার পায়ে দড়ি বাঁধেন না। পাখিটি কখনও মালিককে ছেড়ে উড়ে যায়নি। আকবরের কথায়, আমায় খুব ভালোভাবে চিনেছে মনে বলে মনে হয়। তাই খাঁচার বাইরে এনে নিয়ে বসলে বা ঘুরতে বেরলে উড়ে যায় না। সাইকেল চালালে যেহেতু হাওয়ার গতি থাকে সে কারণে ওর পা হ্যান্ডেলের সঙ্গে বেঁধে দিতে হয়। আকবরের ব্যাগে সর্বদা থাকে সূর্যমুখী বীজ এবং ওআরএসের জল। গরম বেশি লাগলে চামচে করে মিঠুকে তা খাইয়ে দেন। এভাবে দু’জনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। -নিজস্ব চিত্র
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা