বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মায়ানমারের ‘শ্বেজিগন প্যাগোডা’ থেকে ভারতের ‘স্বাধীনতার ইতিহাস’ হুগলিতে

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: থিমের চর্চাতে সম্ভবত কিছুই বাদ যায় না। দুর্গাপুজো এবং থিম, কালের প্রবাহে সোনায় সোহাগার মতো মিশে গিয়েছে। গঙ্গাপাড়ের জনপদ হুগলিতেও থিমের অনবদ্য সব সম্ভার। তাতে জায়গা পেয়েছে দেবীর পুজোর আচার ও উপকরণ। আবার মিশে গিয়েছে দেশভক্তি বা দেশপ্রেম। থিমের বিপুল পরিসরে বাংলার একান্ত আপন পুজো টেনে আনছে বৌদ্ধ সংস্কৃতিকেও। এবছর মায়ানমার থেকে হুগলির মণ্ডপসজ্জায় ছায়া ফেলছে প্রায় হাজার বছর আগের প্যাগোডা। সবমিলিয়ে দুর্গা ঠাকুরের ‘আপন দেশে’ থিমের অভিনবত্ব আর আকর্ষণ, পুজো মরশুমে চমকদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
হুগলির বলাগড় শান্ত জনপদ। ভাঙন কবলিত ব্লকের মাটিতে এবার মাথা তুলছে ‘শ্বেজিগন প্যাগোডা’। বিরাট আয়তন ওই স্বর্ণ প্যাগোডা সাবেক বর্মা অধুনা মায়ানমারের অন্যতম দ্রষ্টব্য। আনুমানিক ১০৪৪ সালে তদানীন্তন বর্মা রাজ আনাওহোতার তত্ত্বাবধানে ওই প্যাগোডার নির্মাণ কাজ শুরু হয়েছিল। লোকশ্রুতি, সেখানে ভগবান বুদ্ধের হাড় ও দাঁত রাখা আছে। বিপুল সেই প্যাগোডাতেই এবার দেবীকে দর্শকদের দর্শনের জন্য হাজির করতে চায় কালিয়াগড় পূর্বপাড়া সর্বজনীন। উদ্যোক্তারা জানিয়েছেন, ১০০ ফুট চওড়া ও ৮০ ফুট লম্বা পরিসরে শ্বেজিগন প্যাগোডাকে ধরা হচ্ছে। তার স্বর্ণাভ চেহারা, বর্গাকার পাঁচ সোপানের অবয়ব অবিকল তুলে ধরার জন্য দিনরাত পরিশ্রম করছেন মণ্ডপ শিল্পীরা। তবে দেবী এখানে থাকবেন সাবেক সাজে। গ্রামীণ জনশ্রুতি, একবার দেবীকে মণ্ডপসজ্জার আদলে ফেলে একটু ভিন্নধর্মী করে গড়া হয়েছিল। তাতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। পুজোর কর্মকর্তা নবীন নাথ বলেন, ‘সেই থেকে আমরা দেবী প্রতিমায় কোনও থিম রাখি না। তবে আলোকসজ্জা থাকবে থিমের সঙ্গে সাযুজ্য রেখেই।’
দেবীর পুজোর উপকরণ ঘট, চাঁদমালা, গামছা এমন অনেক কিছু। সে সবকেই থিমের চেহারা দিয়ে মণ্ডপ গড়ছে শ্রীরামপুরের মাহেশ বঙ্গলক্ষ্মী বাই লেন সর্বজনীন। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে নানা রকমের অবয়ব। পুজোর অনুসঙ্গকে নিবিড়ভাবে ফুটিয়ে তুলেই দর্শক সমাগমের প্রত্যাশা রাখছেন ক্লাব কর্তারা। সঙ্গে থাকছে আলোকসজ্জার বিশেষ পরিকল্পনা। পুজো মণ্ডপের কাছেই একটি পুকুর আছে। সেটিকেই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দিয়ে সাজিয়ে দেওয়া হবে। পুজো মণ্ডপের থিমেই সাজবে সেই আলোকসজ্জা। ক্লাব কর্তা পার্থ দাস বলেন, ‘আমাদের দেবী মৃণ্ময়ী। দেবীকে থিমের আদলেই সাজিয়ে তোলা হবে।’
যে কোনও মরশুমেই স্বাধীনতা আন্দোলন একটি বর্ণময় অধ্যায়। পুজোমণ্ডপ গড়তে সেটিই হাতিয়ার জেলা সদর চুঁচুড়ার বাবুগঞ্জের পুজোর। বাবুগঞ্জ সর্বজনীন এবার মুক্ত মণ্ডপ গড়ছে। আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা, সবেতেই থাকছে বীর বিপ্লবীদের নানা চিহ্ন, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের কোলাজ। দেবীও সপরিবারে এখানে বিশেষ সাজে থাকবেন। ক্লাবকর্তা তথা চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য জয়দেব অধিকারী বলেন, ‘পেপার আর্টের বর্ণময় প্রকাশে আমাদের মণ্ডপ তৈরি হবে। সেখানেই থাকছে চমক।’ 
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা