কলকাতা

স্থলপদ্ম বিক্রিতে লক্ষ্মীলাভের আশায় বাগনানের ফুল চাষিরা

সংবাদদাতা, উলুবেড়িয়া: আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে অতিরিক্ত লাভের আশায় বুক বাঁধতে শুরু করেছে বাগনানের দূর্লভপুরের পদ্ম চাষিরা। চিরাচরিত চাষের পরিবর্তে বছর খানেক আগে গ্রামে কয়েক একর জমিতে শুরু হওয়া পদ্ম চাষ এখন নতুন দিশা দেখাচ্ছে চাষিদের। বিশেষ করে দুর্গাপুজোর সময় জলাশয়ের পদ্মফুলের সঙ্গে স্থলপদ্মেরও চাহিদা দেখা দেয়। এই দুই পদ্ম নিয়ে ফুলের বাজার ধরতে প্রস্তুত গ্রামের ফুল চাষিরা। বছর খানেক আগে বাগনান ১ ও ২ নম্বর ব্লকে বিজ্ঞানসম্মত উপায়ে জমিতে পদ্ম চাষের উদ্যোগ নেওয়া হয়। রাজ্য সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তর একাজে অগ্রণী ভূমিকা পালন করেছে।
জানা গিয়েছে, প্রথমে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর মাটি শোধন করে তাতে সার মিশিয়ে চাষের মাটি তৈরি করা হয়। এরপর জমিতে নির্দিষ্ট দূরত্ব মেনে পদ্মের চারা বসানো হয়। গাছ বসানোর দেড় থেকে দু’মাস পর তাতে ফুল ফোটে। তবে শিশির পড়তে শুরু করলেই পদ্ম ফোটার প্রবণতা কমে যায়। দূলর্ভপুরের পদ্ম চাষিদের মতে, অন্যান্য চাষের তুলনায় বেশি লাভ হয়। জমিতে ফোটা পদ্মের গুণগত মান ভালো হওয়ায় গ্রামের অনেকেই এখন এই পদ্ধতিতে পদ্ম চাষে জোর দিয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় পদ্মের চাহিদা থাকায় অনেকেই এই চাষে আকৃষ্ট হচ্ছেন। গ্রামের ফুলচাষি অসিত পোড়ে বলেন, আমি ৭০ বিঘা জমিতে এবার পদ্মফুলের চাষ করেছি। কয়েকদিন আগে অতিবৃষ্টির কারণে পদ্ম চাষে ক্ষতি হয়েছে। এখন বাজারে এক পিস পদ্মফুলের দাম চার থেকে পাঁচ টাকা। তবে পুজোর সময় এই দাম ২৫/৩০ টাকা হবে বলে জানান তিনি। অসিতবাবুর মতে, জমিতে পদ্ম চাষে লাভ বেশি হওয়ায় এখন অনেকেই জমিতে পদ্মের চাষ শুরু করেছে। দুর্গাপুজোর সময় পদ্ম বিক্রি করে লক্ষ্মী লাভের আশায় এখন থেকেই আশায় বুক বাঁধছে গ্রামের চাষিরা। 
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা