কলকাতা

চন্দননগরে বাড়িওয়ালার রহস্যমৃত্যু, ভাড়াটিয়ার দোকান ভাঙচুর, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাড়িওয়ালার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ভাড়াটিয়ার দোকানে ভাঙচুর চালাল মৃতের আত্মীয়রা। মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দননগরের মোল্লা হাজি এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় পুলিস। তবে রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। চন্দননগর থানার পুলিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মোল্লা হাজির বাসিন্দা পেশায় টোটো চালক বছর পঞ্চাশের শঙ্কর দাসের বাড়িতে তিনঘর ভাড়াটিয়া আছে। সম্প্রতি পশুপতি পাসোয়ান নামের একজন ভাড়াটিয়া ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। কিন্তু ঘর খালি করেননি তিনি। এ নিয়েই শঙ্করবাবুর সঙ্গে তাঁর বিবাদ চলছিল। এরইমধ্যে শঙ্করবাবু বাড়ি ভাড়া না পাওয়ায় বিদ্যুতের বিল মেটাতে পারেননি বলে অভিযোগ। তাতে তিনি একদিন গোটা বাড়ির মেইন সুইচ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ করে রেখেছিলেন। তাতে অন্য ভাড়াটিয়ারা তাঁর নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ায় বিদ্যুৎ বণ্টন কোম্পানিও তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ডামাডোলের মাঝে গত ৭ সেপ্টেম্বর তিনি আচমকা নিখোঁজ হয়ে যান। রাতে তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করে। মঙ্গলবার ব্যান্ডেল জিআরপি একটি মৃতদেহ শনাক্ত করার জন্য শঙ্করবাবুর পরিবারকে ডেকে পাঠায়। তখনই জানা যায় যে, শঙ্করবাবুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে পশুপতি পাশোয়ানের উপর। মৃতের আত্মীয়রা তাঁর দোকান ভাঙচুর করেন। পশুপতিকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃতের পরিবারের দাবি, ভাড়ার ঘর খালি করে দেওয়ার জন্য পশুপতিকে বলতে গেলেই তিনি খুনের হুমকি দিতেন। যদিও পশুপতি সেই অভিযোগ অস্বীকার করেছেন। চন্দননগর থানার পুলিস জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেলে আইনি পদক্ষেপ করা হবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা