বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ডাক্তার দিদির হাসপাতাল আর জি কর দেখতে এসে অবস্থান মঞ্চে ঘুম খুদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ডাক্তার দেখাতে যাবে ছোট্ট আফসানা। দশ বছরের মেয়েটির বায়না একটাই, ‘বাবা, ওই দিদির হাসপাতাল দেখাতে নিয়ে যাবে আমায়?’ কাকদ্বীপের বাসিন্দা মৌলবি আব্দুল মামুদ খান মেয়ের আবদার ফেলতে পারেননি। মেডিক্যাল কলেজে চিকিত্সা করানোর পর নিয়ে এসেছিলেন আর জি করে। সেখানে গিয়ে সবটা ঘুরে দেখল আফসানা। দেখতে দেখতে একটা সময় ক্লান্ত শিশুটি ডাক্তার কাকুদের অবস্থান মঞ্চেই ঘুমিয়ে পড়ল। ডাক্তার কাকুরা মঙ্গলবার নেই। ওঁরা স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছেন। তাই অবস্থান মঞ্চে আফসানার সঙ্গে ওর বাবা-মাও বসে একটু জিরিয়ে নিলেন। আব্দুল মামুদ খান বললেন, ‘ওদের স্কুলে এই নিয়ে খুব আলোচনা হয়। ও খুব মন দিয়ে খবরও পড়ে। আমাকে জিজ্ঞেস করছে, সেমিনার রুমটা কোথায়? তারপর জানতে চাইছে, জরুরি বিভাগ কোথায়?’ আফসানাকে প্রায়ই চিকিত্সার জন্য কলকাতায় আসতে হয়। মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিত্সকদের খুবই প্রিয় ছোট্ট এই মেয়েটি। এদিনও চিকিত্সার পর সে অবস্থান মঞ্চে গিয়ে কয়েকজন ডাক্তার কাকুর সঙ্গে দেখা করে এসেছে। 
শূন্য অবস্থান মঞ্চের চিত্র এদিন এসএসকেএম হাসপাতালেও দেখা গিয়েছে। সেখানে বড় বড় পাখা ঘুরছে। এমনিতে সমস্ত বিভাগে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত রোগী ও পরিজনরা। কারওর ট্রেনের সময় তখনও হয়নি। ফাঁকা অবস্থান মঞ্চ দেখে রোগী ও পরিজনরা বসে একটু বিশ্রাম নিয়ে নিলেন। জাঙ্গিপাড়া থেকে এসেছিলেন নুরুল হুদা মোল্লা। বললেন, ‘ডাক্তার দেখাতে পেরেছি। এখন একটু বিশ্রাম নিচ্ছি।’ এটা যে আন্দোলনরত চিকিত্সকদের অবস্থান মঞ্চ, তিনি কি জানেন? এই প্রশ্ন করতে তাঁর উত্তর, ‘হ্যাঁ তা তো দেখে বুঝতেই পারছি। এখন ওঁরা কেউ নেই। তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি।’ হাওড়ার সাঁকরাইল থেকে নাতনিকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন সুলতানা। মা যখন ওষুধ আনতে গিয়েছেন সুলতানা নাতনিকে নিয়ে বিশ্রাম নিচ্ছেন অবস্থান মঞ্চে। ওদিকে নাদিয়ালের মহম্মদ আদিলের সন্তান গত দু’দিন হল হাসপাতালে ভর্তি। মেয়েকে দেখতে এসেছিলেন তিনি। কিছুক্ষণ বসে আবার চলে যাবেন। তিনিও এখানে খানিক বসে নিলেন। শুধু তাই নয়, আন্দোলনরত পড়ুয়াদের মোবাইল চার্জ দেওয়ার প্লাক পয়েন্টে ফোনটিকে চার্জও দিয়ে নিলেন। কেউ আবার জায়গা পেয়ে পাখার সামনে খানিক ঘুমও দিলেন। পথ চলতি অনেকেই অবাক! পড়ুয়ারা মঞ্চে ঘুমোচ্ছেন নাকি? কেউ ভুল সংশোধন করলেন, ‘এঁরা পেশেন্ট পার্টি। ডাক্তাররা তো সব মিছিলে।’
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা