বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ওষুধের দোকান থেকে আর জি করে সরবরাহ হয়েছে সোফা, রেফ্রিজারেটর! তাজ্জব সিবিআই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে ওষুধ ও মেডিক্যাল সামগ্রী সরবরাহের বরাত পেয়েছিল হাজরা মেডিক্যাল। আর তারা সরবরাহ করেছে সোফা, রেফ্রিজারেটর! এমন কাণ্ড দেখে তাজ্জব আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তকারী সিবিআই আধিকারিকরা। আসবাবপত্র এলেও বিলে কিন্তু ওষুধ পাঠানো হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। এভাবে সরকারের কয়েক লক্ষ টাকা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নয়ছয় করেছেন বলে অভিযোগ। ওষুধের নাম করে হাজরা মেডিক্যালের মালিক আর কী কী সামগ্রী সরবরাহ করেছেন, বিভিন্ন নথি খতিয়ে দেখে তা জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। 
দুর্নীতি মামলায় এখন সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ, তাঁর নিরাপত্তরক্ষী আফসার আলি, হাজরা মেডিক্যালের মালিক সুমন হাজরা ও অন্য একটি সংস্থার মালিক বিপ্লব সিং। এঁরা সবাই সন্দীপবাবুর অত্যন্ত কাছের লোক বলে পরিচিত। আদালতের কাছে জমা দেওয়া ফরওয়ার্ডিংয়ে সিবিআই জানিয়েছে, সুমন ও বিপ্লবের কোম্পানি একতরফাভাবে আর জি করে বিভিন্ন সামগ্রী সরবরাহের বরাত পেত। আইনি জটিলতা এড়াতে তাঁদের কোম্পানি অন্যদের সঙ্গে টেন্ডারে অংশ নিত। কিন্তু সন্দীপ ঘোষের হাত মাথায় থাকায় শেষ পর্যন্ত বরাত হাসিল করত তারাই। সুমনের মেডিক্যাল শপ হাওড়ায় অবস্থিত। ২০২১ থেকে ২০২৪ সময়কালে সুমনের সংস্থা যেসব সামগ্রী সরবরাহ করেছে, তার পরিমাণ ঠিক ছিল কি না, তা যাচাই করতে স্টোর রুমে থাকা সামগ্রীর সঙ্গে হিসেব মেলানো হয়। দেখা যায়,  কগজকলমে সব কিছু ঠিক রয়েছে। এমনকী স্টোরের খাতায় সমস্ত কিছু লিখিতভাবেই রয়েছে। ওই সময় যাঁরা হাসপাতালে চিকিৎসা করিয়েছেন এবং ভর্তি ছিলেন, তাঁদের বাইরে থেকে কোনও ওষুধ ও মেডিক্যাল সামগ্রী কিনতে বলা হয়েছিল কি না, জানতে সেই সময়ের প্রেসক্রিপশনও পরীক্ষা করা হয়। দেখা যায়, সিংহভাগ রোগীকেই বাইরে থেকে ওষুধ আনতে বলেছে হাসপাতাল। এরপর হাসপাতালের কর্মীদের জেরা করতেই ঝোলা থেকে সাপ বেরিয়ে পড়ে! তাঁরা সিবিআইকে জানান, যা যা ওষুধ ও মেডিক্যাল সামগ্রী সরবরাহের কথা বলা হয়েছে, তা আদতে আসেইনি। এমনকী, ওষুধের নামে বিল হলেও তার বদলে হাসপাতালে ঢুকেছে সোফা, রেফ্রিজারেটর, টেবিল ইত্যাদি। তাদের কেন ওষুধের বদলে এসব সরবরাহ করতে বলা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থা। সুমন সিবিআইকে জানিয়েছেন, সবটাই করেছেন সন্দীপের নির্দেশ মেনে। এর বিনিময়ে তাঁরাও সুবিধা পেয়েছেন।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা