কলকাতা

সেন্ট্রাল স্টেশনে স্মার্ট গেটের সামনে বিক্ষোভ, ধৈর্য হারাচ্ছেন দুর্গাপিতুরির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আর কতবার ঘর ছাড়া হতে হবে? কবে একটু নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারব রাতে?’ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে ফের গৃহহীন হওয়া বউ বাজারের দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে এই প্রশ্ন। এই ঘটনার জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত রাস্তা অবরোধে সামিল হন স্থানীয়রা। তারপর মেট্রো রেলের উচ্চপদস্থ কর্তাদের সশরীরে আসতে হবে দুর্গতদের সঙ্গে বৈঠক করতে, এই দাবিতে সেন্ট্রাল মেট্রো স্টেশনে স্মার্ট গেটের সামনে বিক্ষোভ দেখান। তারপর বিকেলে কেএমআরসিএলে’র ম্যানেজিং ডিরেক্টর এলাকায় গিয়ে ঘরছাড়াদের সঙ্গে বৈঠক করেন। রেলকর্তার কাছে ছ’দফা দাবি পেশ করেন বাসিন্দারা। শুক্রবার রেলের তরফে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার রাত দেড়টায় গভীর ঘুমে আচ্ছন্ন গোটা শহর। হঠাৎই ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের এক সদর দরজায় সজোরে কড়া নাড়ার শব্দ। অতীতেও বার তিনেক এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে সিঁদুরে মেঘ দেখলেন অমিত সেন। হন্তদন্ত হয়ে দরজা খুলতেই ফের মাথার বাজ। মেট্রো কর্মীদের মুখে জানতে পারলেন, বাড়ির নীচে মেট্রো টানেল থেকে হুড়হুড় করে জল ঢুকছে। এক্ষুণি বাড়ি ছাড়তে হবে। অমিতবাবুর মতো আশপাশের প্রায় ১১টি পরিবারের ৬০ বাসিন্দাকে এভাবেই মধ্যরাতে সঞ্চয়-সম্বল ফেলে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়। ২০১৯ সালের ৩১ আগস্ট এবং ২০২২ সালের ১০ মে ও ১৪ অক্টোবর এভাবেই ঘরছাড়া হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল স্থানীয়দের। বারবার একই ঘটনার সামনে পড়ে রীতিমতো ক্ষুব্ধ ভুক্তভোগীরা। দুর্গাপুজো প্রাক্কালে জীবন যন্ত্রণা আরও কয়েকগুণ বেড়ে গেল তাঁদের। এর জেরেই এদিন দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। 
অমিত সেন বলেন, ‘এত কিছুর পরও মেট্রো রেলের সঙ্গে সমস্ত সহযোগিতা করছি আমরা। রেলের অনুরোধ মেনে ২৭ আগস্ট থেকে আমরা বাড়ির বাইরে। মাটির তলায় কাজ হবে বলে আমরা স্থানীয় একটি হোটেলে ছিলাম। মেট্রোর তরফে লিখিতভাবে কাজ শেষের নোটিশ দেওয়া হয় আমাদের। সেই মতো সোমবার আমরা ঘরে ফিরে আসি। কিন্তু ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই ফের টানেল থেকে জল বেরয় কী করে?’ এরপর মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের দক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তোলেন অমিতবাবু। একই সুর শোনা গেল সাত নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দা দীপক দত্তের গলায়। তাঁর বৃদ্ধা মা প্রবল জ্বরে কাবু। এই অবস্থায় প্রয়োজনীয় ওষুধ ছাড়াই গভীর রাতে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ফলে প্রবল ক্ষুব্ধ। তাঁরই মতো ক্ষোভ বাদ বাকি ভুক্তভোগীদের। 
সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ বাসিন্দাদের। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
13d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা