কলকাতা

বিচার চেয়ে চাক্কা জ্যাম বিজেপির, ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা : তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের পথে নামল বিজেপি। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছিল তারা। যার জেরে ভোগান্তির মুখে পড়লেন মানুষ। শুক্রবার দুপুরে কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘণ্টা চলে অবরোধ। বনগাঁয় বাটার মোড়ে যশোর রোড অবরোধ করা হয়। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। কল্যাণীর এ-২ বাজারের কাছে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচ ও রাস্তা অবরোধ অনুষ্ঠিত হয়। যার জেরে আটকে যায় গাড়ি। সমস্যায় পড়েন জরুরি কাজে যাওয়া মানুষ। 
হরিণঘাটার বাজার সংলগ্ন এলাকাতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালিত হয়। চাকদহ হাসপাতাল রোডে বিধায়ক বঙ্কিম ঘোষের উপস্থিতিতে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়। যার জেরে অ্যাম্বুলেন্সও আটকে পড়ার খবর পাওয়া যায়। বিকেলে উলুবেড়িয়া শহরে বাজারপাড়ায় পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের নীচতলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বাউড়িয়া বুড়িখালিতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। বারাকপুর, বারাসত রোড, শ্যামনগর পিন কল মোড়, চৌরঙ্গী মোড়, কাঁচরাপাড়া সহ বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিজেপি কর্মীরা। যার জেরে বি টি রোড, বারাসত রোড, ঘোষপাড়া রোডে যানজটের সৃষ্টি হয়। হাবড়ায় যশোর রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। দেগঙ্গায় টাকি রোড ও বারাসতের কলোনি মোড়ে অবরুদ্ধ হয় ১২ নং জাতীয় সড়ক। সপ্তগ্রাম থেকে পোলবা দাদপুর, চুঁচুড়া সহ একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ, বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিজেপির হুগলি-চুঁচুড়া সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার ও সাধারণ সম্পাদক সুরেশ সাউ কর্মসূচিতে ছিলেন। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলাতেও এদিন অবরোধ কর্মসূচি পালিত হয়।  ডানলপ মোড়, সোদপুরের এইচবি টাউন মোড় সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 
13d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা