কলকাতা

আমতার কাশমলীতে বউদিকে খুনের অভিযোগ, ধৃত দেওর

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাওনা টাকা আদায় নিয়ে বচসার জেরে বউদিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৬ আগস্ট জন্মাষ্টমী পুজোর দিনে। ওই গৃহবধূর নাম উর্মিলা খাঁ (৫৯)। বাড়ি আমতা ২ নম্বর ব্লকে জয়পুর থানা এলাকার কাশমলী গ্রামে। গৃহবধূর ছেলে রাজীব খাঁয়ের অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিস অভিযুক্ত কাকা বাবলু খাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক বাবলু বছরখানেক আগে বউদি উর্মিলাদেবীর থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিল। একাধিকবার দেওরের কাছে সেই টাকা ফেরত চাইলেও বাবলু তা দিচ্ছিল না। যা দু’জনের মধ্যে সর্ম্পকের অবনতি হয়। মৃতার পরিবার সূত্রে খবর, জন্মাষ্টমীর দিন দুপুরে উর্মিলাদেবী বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝিলে গেঁড়ি তুলতে যান। সেই সময় বউদির পিছু নেয় বাবলু। অভিযোগ, সন্ধ্যা হয়ে গেলেও উর্মিলাদেবী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেশ ঝিলে গৃহবধূর মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে জয়পুর থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠায়। এই ঘটনার দিনকয়েক পর বাবলুর চালচলনে সন্দেহ হয় উর্মিলাদেবীর ছেলে রাজীবের। তাঁর অভিযোগ, দিনকয়েক আগে বাবলুর সম্পর্কে থানায় অভিযোগ করলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বাবলু। এরপরেই বুধবার রাতে রাজীব বাবলুর নামে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বৃহস্পতিবার বাবলুকে গ্রেপ্তার করেছে। 
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা