কলকাতা

নিকাশি পাম্পের ক্ষমতা পরখ করতে সুইডেন সফরে পুরকর্তারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিকাশি পাম্প দেখতে সুইডেন সফরে যাচ্ছে কলকাতা পুরসভার প্রতিনিধি দল। কেইআইআইপি প্রকল্পের আওতায় দু’টি পাম্প কেনা হচ্ছে। সেগুলির কর্মক্ষমতা খতিয়ে দেখতেই এই সফর বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, আগামী সপ্তাহে কয়েকজন পুরকর্তা হপ্তাখানেকের এই বিদেশ সফরে যাচ্ছেন। কালীঘাট এবং পুদিরহাটে (মহেশতলা ও কলকাতা পুরসভার সীমানাবর্তী) পুরসভার দু’টি নিকাশি পাম্পিং স্টেশন রয়েছে। এই দু’টি পাম্পিং স্টেসন সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, পুরনো পাম্পগুলি মান্ধাতা আমলের। সেগুলির বদলে এই নতুন পাম্প বসানো হবে। এক পুরকর্তা বলেন, ‘সশরীরে ভিজিট করে পাম্প চেক করতে হয়। এর আগেও একাধিক সময় যখন বিদেশ থেকে পাম্প এসেছে, তখন আমাদের পরীক্ষার জন্য যেতে হয়েছিল। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেটা করা সম্ভব নয়। তাছাড়া, সঠিকভাবে না দেখে নিতে পারলে পাম্পগুলি এদেশে চলে আসার পর তা পাল্টানোর ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। তাই খতিয়ে দেখে আমরা সন্তুষ্ট হলেই পাম্প আনা হবে।’ উল্লেখ্য, এর আগে নবাব আলি পার্ক পাম্পিং স্টেশনের জন্য জার্মানি থেকে পাম্প নিয়ে আসা হয়েছিল। কিন্তু তখন করোনা-পর্ব চলায় আধিকারিকদের বিদেশে গিয়ে তা পরখ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা