বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রোদ-বৃষ্টিতে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েই ডাক্তার দেখালেন বহু রোগী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি হাসপাতালগুলোতে বুধবার সকাল থেকেই রোগীর ভিড়। এসএসকেএম হাসপাতাল যেন বহুদিন এমন চিত্র দেখেনি। এদিন দুপুর ২টোর পরেও ওপিডিতে রোগীদের লম্বা লাইন দেখা গেল। তারপর ওষুধ নেওয়ার লাইনও পড়েছিল লম্বা। যাঁরা টানা কয়েকদিন ধরে তুলনামূলক ফাঁকা হাসপাতাল দেখে অভ্যস্ত, তাঁরাও বেশ চমকে যাচ্ছেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য ওপিডিতে ডাক্তারের সংখ্যা কম। তাই দীর্ঘলাইনে দাঁড়িয়েই ডাক্তার দেখাতে হল রোগীদের। কখনও রোদে পুড়ে কখনও বা বৃষ্টিতে ভিজে। শুধু এসএসকেএম নয়, মেডিক্যাল কলেজ, আর জি করেও এমন দৃশ্য চোখে পড়ল।
এর মাঝেও এসএসকেএমের জরুরি বিভাগ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ তুললেন এক রোগীর পরিজন। মুর্শিদাবাদ থেকে মাথা ও বুকে ব্যথা নিয়ে প্রথমে মেডিক্যাল কলেজে গিয়েছিলেন। সেখানে পরিষেবা না পেলে তিনি ফের এসএসকেএম হাসপাতালে আসেন। রোগীর স্ত্রীয়ের অভিযোগ, ‘হাসপাতাল থেকে বলছে, বেড নেই। এখন বাড়ি চলে যাচ্ছি। ট্রেনের টিকিট পেলেই বেঙ্গালুরু চলে যাব। ওখানে আশা করি সস্তায় চিকিত্সা পাওয়া যাবে।’ 
অন্যদিকে, এদিন বিকেলের দিকে আর জি কর হাসপাতালে দেখা গেল, আন্দোলনকারীদের ধর্না মঞ্চের সামনে পথনাটিকা অনুষ্ঠিত হচ্ছে। তা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন লোকজন। সেই ভিড় সামাল দিতেই ব্যস্ত হতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এদিন আর জি কর হাসপাতাল ও পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজের বাইরে কলকাতা পুরসভা হেল্প ডেস্ক খুলে বসেছিল। সেখানে অ্যাম্বুলেন্সও ছিল। আজ, বৃহস্পতিবার থেকে এসএসকেএম, এনআরএস ও মেডিক্যাল কলেজের বাইরেও এই হেল্প ডেস্ক খোলা হবে। কেউ যদি হাসপাতালে ভর্তি হতে না পারেন, তবে তাঁর জন্য ব্যবস্থা নেওয়া হবে এখান থেকে। 
এদিন, মেডিক্যাল কলেজে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখান সঞ্জীব উপাধ্যায়। বলছিলেন, ‘পরিষেবা পেয়েছি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ডাক্তার দেখাতে পারলাম। এভাবে ডাক্তার দেখানো খুবই কঠিন। এবার ভাবছি, বেসরকারি জায়গাতেই যেতে হবে।’ আর সাগর চক্রবর্তীর বাড়ির লোক মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। তিনি বলছিলেন, ‘বাড়ি নিয়ে যেতে সমস্যা হচ্ছে। কিন্তু ঝুঁকি নিয়ে এখানে আনতে পারছি না। যদি আবার ডাক্তার না-পাওয়া যায়!’ হেমন্ত সাঁতরা তাঁর মাকে ভর্তি করাতে পেরেছেন এসএসকেএমে। বলছিলেন, ‘মায়ের অস্ত্রোপচার করতে হবে। আগের বার ভর্তি নিয়েই অস্ত্রোপচারের দিন জানিয়ে দিয়েছিলেন ডাক্তার। এবার তা জানানো হয়নি। দেখা যাক!’
এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য লাইন-নিজস্ব চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা