কলকাতা

গাদিয়াড়া-নুরপুর-গেঁওখালি রুটে নয়া জেটি চালুর উদ্যোগ

সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রায় দু’বছর আগে গাদিয়াড়ার নতুন জেটি তৈরি হলেও সেটি ব্যবহার না করে ফেলে রাখার অভিযোগ উঠেছিল। অবশেষে এই নতুন জেটি চালুর উদ্যোগ নেওয়া হল। সূত্রের খবর, নতুন জেটি চালু হলে পুরনো জেটি সরিয়ে ফেলা হবে। মূলত জেটি পর্যন্ত লঞ্চকে নিয়ে আসা এবং ছাড়ার সময় লঞ্চ ঘোরানোর জন্য যতটা জায়গা প্রয়োজন, ততটা জায়গা পাওয়া যাচ্ছিল না পুরনো জেটিতে। নয়া ব্যবস্থায় জলপথে মসৃণ হবে যাত্রা।
হাওড়া জেলার পর্যটন মানচিত্র শ্যামপুরের গাদিয়াড়া একটি অন্যতম পর্যটন কেন্দ্র। গাদিয়াড়া থেকে নদীপথে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর ও পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে যোগাযোগের জন্য লঞ্চ পরিষেবা আছে। প্রতিদিন এই পথে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি পর্যটন মরশুমে প্রচুর পর্যটক এই পথে যাতায়াত করেন। পুরনো জেটিঘাট নিয়ে পর্যটকরা সমস্যায় পড়তেন। সমস্যার সমাধানে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি রাজ্য সরকারের কাছে একটি নতুন জেটি তৈরির প্রস্তাব দেয়। সেইমতো বছর দুয়েক আগে পরিবহণ দপ্তর গাদিয়াড়ায় একটি নতুন জেটি তৈরি করে। বছর দেড়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি নতুন জেটিঘাটের উদ্বোধন করেন। তারপর নানা কারণে নতুন জেটি আর চালু হয়নি। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি সূত্রে খবর, নতুন জেটির সঙ্গে পুরনো জেটির দূরত্ব বেশি না হওয়ায় লঞ্চ ঘোরানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেকারণে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ভেসেল দেওয়া হলেও সেটি চালানো যাচ্ছিল না। সেকারণেই সমবায় সমিতি পুরনো জেটি সরিয়ে ফেলার পরিকল্পনা করে। এ বিষয়ে সংস্থার ডিরেক্টর অজয় দে বলেন, পুরনো জেটি সরানোর জন্য টেন্ডার হয়ে গিয়েছে। ওটি সরানোর কাজ হয়ে গেলেই নতুন জেটি থেকে লঞ্চ পরিষেবা চালু হয়ে যাবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা