কলকাতা

সোনার চেন নিয়ে টাকার বদলে কাগজের বান্ডিল, অভিযোগ বড়বাজার থানায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার চেন বিক্রি করে নগদ দু’লক্ষ টাকা পেয়েছিলেন বড়বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী। পাঁচশো টাকার নোটের বান্ডিল খুলে তিনি দেখেন, উপর আর নীচ মিলিয়ে দু’টি আসল নোট রয়েছে। বাকি বান্ডিলের পুরোটাই সাদা কাগজে ভর্তি। প্রতারিত হয়েছেন বুঝে তিনি বড়বাজার থানায় অভিযোগ করেন। পুলিস প্রতারণা, জালিয়াতির কেস রুজু করলেও অভিযুক্ত এখনও অধরা। ব্যবসায়ী  লিখিত অভিযোগে পুলিসকে জানিয়েছেন, ২৯ জুলাই তাঁর দোকানে আসে এক যুবক। নাম রাজেশ বলে ওই যুবক জানায়, সে  আধুনিক নকশার সোনার নেকলেস ও চেন দেখতে চায়। বেশ কয়েকটি চেন পছন্দ করার পর সে জানায়, এগুলি নেবে কি না, তা দু-একদিনের মধ্যে জানিয়ে দেবে। পরের দিন সে দোকানের মালিককে ফোন করে বাছাই করা একটি চেন আমড়াতলা স্ট্রিটে তার বাড়িতে পাঠিয়ে দিতে বলে। ডেলিভারি বয়ের হাতে পেমেন্ট দিয়ে দেবে জানায়। তার কথায় বিশ্বাস করে জুয়েলারি দোকানের মালিক সেটি পাঠান।  অভিযুক্ত চেন নেওয়ার পর দাম হিসেবে দু’লক্ষ টাকা দেয়। পাঁচশো টাকার নোটের চারটি বান্ডিল তুলে দেয় জুয়েলারি দোকানের মালিকের কর্মীর হাতে। তিনি সেই টাকা এনে মালিককে দেন। কিন্তু ব্যবসায়ী সেই বান্ডিল খুলতেই দেখেন, চারটি বান্ডিলে ৮টি পাঁচশো টাকার আসল নোট রয়েছে। বান্ডিলের মাঝে সাদা কাগজ টাকার মতো করে কেটে লাগানো হয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা