কলকাতা

সংস্কার হবে রায়দিঘির জটার দেউলের রাস্তার

সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের রায়দিঘিতে পর্যটনের বিকাশ ঘটাতে উদ্যোগী হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইতিহাস প্রসিদ্ধ জাতীয় সৌধ জটার দেউল। এই জটার দেউলের চারপাশ কীভাবে সাজিয়ে তোলা যায়, বুধবার তা পরিদর্শন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা সহ জেলা প্রশাসনের প্রতিনিধিরা। ছিলেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা। পাশাপাশি, রায়দিঘির দিঘির পাশে ইকো টুরিজ্যম পার্কও ঘুরে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পরে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, কেমন করে সাজানো যায় এই পর্যটনকেন্দ্রগুলি, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। ইকো টুরিজ্যম পার্কে ক্যাফেটেরিয়া, শিশুদের জন্য পার্ক, দিঘির জলে প্যাডেল বোট চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আর জটার দেউলে রাত্রিযাপনের জন্য হোম স্টে যদি হয়, সেই বিষয়েও আলোচনা চলছে। জটার দেউল সংলগ্ন রাস্তা সংস্কার করা হবে। অন্যদিকে, বিধায়ক ডাঃ অলোক জলদাতা বলেন, জটার দেউল ও ইকো টুরিজ্যম পার্ক নিয়ে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। জেলাশাসক নিজে দেখে গেলেন এই জায়গা। জটার দেউল সংলগ্ন এলাকায় পানীয় জলের ব্যবস্থা, মানুষের বসার জায়গা সবই করা হবে। রায়দিঘি বিধানসভার কঙ্কণদিঘি পঞ্চায়েতের পশ্চিম জটা গ্রামে জটার দেউল নামে শিবমন্দির অবস্থিত। কেন্দ্রের পুরাতত্ত্ব বিভাগ এটিকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করে। ২০০৯ সালে প্রাক্তন সাংসদ এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া মন্দিরের খননকাজ করিয়েছিলেন। তখন পাথরের মূর্তি সহ নানা সামগ্রী পাওয়া গিয়েছিল। এই মন্দিরে দূরদূরান্ত থেকে মানুষজন এলেও তাঁদের বসার জায়গা নেই। নেই পানীয় জলের ব্যবস্থাও। পুরাতত্ত্ব আইন অনুযায়ী, মন্দিরের ২০০ মিটারের মধ্যে কোনও নির্মাণ কাজ করা যাবে না। তাই কাজ আটকে যায়। এদিন জেলাশাসক বলেন, ওই সীমার বাইরে থেকেই উন্নয়নের কাজ করা হবে। পাশাপাশি, প্রায় ৭০ বিঘা জমিতে তৈরি ইকো টুরিজ্যম পার্কের আরও উন্নয়নে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।   জটার দেউল পরিদর্শনে প্রশাসনের কর্তারা। -নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা