কলকাতা

ইউপিআই স্ক্যানারের মাধ্যমে অভিনব প্রতারণা, মাথায় হাত যুবকের

সংবাদদাতা, উলুবেড়িয়া: আত্মীয়ের শরীর খারাপ, এই অজুহাতে ইউপিআই স্ক্যানার ব্যবহার করে অভিনব কায়দায় এক যুবকের কাছ থেকে ৫০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক প্রতারকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চেঙ্গাইলের করুণাপাড়ায়। প্রতারিত যুবকের নাম সৈয়দ মহম্মদ ফারহাদ আজম। যে ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের পাশাপাশি উলুবেড়িয়া থানারও দ্বারস্থ হয়েছেন তিনি। গোটা ঘটনায় মাথায় হাত ফারহাদের।
প্রতারিত যুবক জানিয়েছেন, গত ১৪ জুলাই সন্ধ্যা ৭টা ১০ নাগাদ অচেনা এক যুবক চেঙ্গাইলের করুণাপাড়ায় এসে বলে, তার এক আত্মীয় হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য নগদ সাড়ে ৫০ হাজার টাকা প্রয়োজন। তার অ্যাকাউন্টে টাকা থাকলেও হাতে নগদ নেই। কেউ যদি নগদ টাকা দিয়ে সাহায্য করে, তাহলে সে ইউপিআই স্ক্যানারের মাধ্যমে ওই টাকা পাঠিয়ে দেবে। ফারহাদ বলেন, মানবিকতার খাতিরে আমি ওই ব্যক্তিকে নগদ টাকা দিই এবং তিনিও ইউপিআই স্ক্যানারের মাধ্যমে আমার অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেন। এরপর আমি অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলার পরের দিন ১৬ হাজার টাকা জমা দিই। ২১ তারিখে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে জানতে পারি পর্যাপ্ত ব্যালান্স নেই। এমনকী, উল্টে অ্যাকাউন্টে ৩৪ হাজার টাকা মাইনাস ব্যালান্স দেখাচ্ছে।
ফারহাদ জানান, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওই ব্যক্তি ইউপিআই স্ক্যানারের মাধ্যমে আমাকে টাকা পাঠালেও ওই টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানোর বদলে এখানে ভুলবশত পাঠানো হয়েছে বলে আবেদন জানিয়ে আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এরপর আমি ব্যাঙ্কে অভিযোগ জানাই। খোঁজ নিয়ে জেনেছি, ওই প্রতারক আদতে বিহারের বাসিন্দা। ফারহাদের দাবি, শুধু তিনি একা নন, তাঁর মতো এলাকার অনেকেই একইভাবে প্রতারিত হয়েছেন।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা