কলকাতা

জয়নগরের বধূকে বারাণসীর হাসপাতাল থেকে পরিবারে ফেরাচ্ছে হ্যাম রেডিও

সংবাদদাতা, বারুইপুর: ১৩ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন জয়নগরের বামুনগাছির এক বধূ। দিল্লির রাস্তা থেকে তাঁকে উদ্ধার করেছিল দিল্লির পুলিস। তখন মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে বেনারসের এক মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। নিজের নাম-ঠিকানা ঠিকমত বলতে পারছিলেন না মহিলা। শেষে জয়নগরের যে স্কুলে তিনি পড়েছিলেন, সেই স্কুলের নাম দেখে তাঁর ঠিকানার খোঁজ পায় হ্যাম রেডিও। তাদেরই উদ্যোগে অবশেষে পরিবারের কাছে ফিরতে চলেছেন ওই মহিলা। তাঁকে ফেরাতে পরিবারের লোকজন বেনারস রওনা দিচ্ছেন।
এই প্রসঙ্গে হ্যাম রেডিওর কর্তা অম্বরীশ নাগবিশ্বাস বলেন, ওই মহিলার সঙ্গে আটবার কথা বলে তবে কিছু তথ্য পাই। স্কুলের নাম বের করে ওঁর বাড়ির ঠিকানা পাই। স্থানীয় জয়নগর ১-এর বিডিও পূর্ণেন্দু স্যানাল ও পঞ্চায়েত সদস্য অনেক সাহায্য করেন। ভিডিও কল করে মহিলার সঙ্গে তাঁর দাদা ও মাকে কথা বলান হয়। অবশেষে বাড়িতে ফিরছেন ওই মহিলা। আমরা বেনারসের ওই মানসিক হাসপাতাল থেকে ৪৮ জন মহিলাকে পরিবারের কাছে ফেরত পাঠিয়েছি। 
হ্যাম রেডিও সূত্রে খবর, জয়নগর ১ নম্বর ব্লকের বামুনগাছি পঞ্চায়েতের কাশীপুর গ্রামের বাসিন্দা মুর্শিদা লস্কর। ১৩ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে পায় দিল্লির পুলিস। তখন মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই বধূ। এরপর তাঁকে বেনারসের পান্ডেপুর মানসিক হাসপাতালে পাঠায় দিল্লি পুলিস। তিনমাস পরে সেখানে তাঁর কন্যা সন্তান হয়। এর কয়েক মাস পর এক মহিলা সদস্যর মাধ্যমে ওই হাসপাতালে তাঁর খোঁজ পায় হ্যাম রেডিও। ওই বধূ হিন্দিতে নিজের নাম বলছিলেন টুম্পা। কখনও বাংলায় কথা বলছিলেন। এরপরে ওই মহিলার ফটো ও স্কুলের নাম সংগ্রহ করেন হ্যাম রেডিওর কর্তারা। জানা যায়, তাঁর স্কুলের নাম মরিশ্বর মতিলাল স্কুল। পরে স্থানীয় প্রশাসনের সাহায্যে পরিবারের খোঁজ পাওয়া যায়। স্বামীর সঙ্গে সম্পর্কে ছাড়াছাড়ির পর ওই বধূ নিখোঁজ হয়ে গিয়েছিলেন।-নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা