কলকাতা

পুলিসের সশস্ত্র ব্যাটালিয়নের কনস্টেবলকে মানসিক নির্যাতনের অভিযোগ বারাকপুরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাকপুরে রাজ্য পুলিসের সশস্ত্র ব্যাটালিয়নে কর্মরত এক কনস্টেবলের উপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে সেখানকারই এক ইনসপেক্টরের বিরুদ্ধে। কনস্টেবল দুলাল রায়ের বদলির আবেদনকে ঘিরেই নির্যাতনের অভিযোগ। এ নিয়ে শোরগোল পড়েছে রাজ্য পুলিসে। ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্য পুলিসের স্টেট ওয়েলফেয়ার কমিটিও। তারা এ নিয়ে খোঁজখবর নিচ্ছে।
রাজ্য পুলিস সূত্রে খবর, কোচবিহারের বাসিন্দা দুলালবাবু বারাকপুরে সশস্ত্র বাহিনীর স্পোর্টস অফিসে পাঁচ বছর ধরে কর্মরত রয়েছেন।  সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি বদলির জন্য আবেদন করেন ইনসপেক্টরের কাছে। অভিযোগ, তারপর থেকেই ইনসপেক্টর অনুপ নাথ দুলালবাবুর উপর মানসিক নির্যাতন শুরু করেন। তাঁর আচরণে ভেঙে পড়েন ওই কনস্টেবল। তিনি বিষয়টি নিয়ে রাজ্য পুলিসের স্টেট ওয়েলফেয়ার কমিটির দ্বারস্থ হন। এরমধ্যেই তাঁকে কোচবিহারে বদলির নির্দেশ আসে। কনস্টেবলের অভিযোগ, এরপর তাঁর উপর মানসিক অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন ওই ইনসপেক্টর। কীভাবে তিনি ব্যাটালিয়ন থেকে ছাড়া পান, তা দেখে নেওয়ার হুমকি দেন ওই ইনসপেক্টর। অভিযোগ, অনুপবাবু তাঁর অধস্তন এক কর্মীকে বলেছিলেন, ওই কনস্টেবলের ব্যাগ এমনভাবে পরীক্ষা করতে হবে, যাতে তিনি কিছু চুরি করে পালাতে না পারেন। দুলালবাবুকে কার্যত ‘চোরের’ বদনাম দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ব্যাটালিয়নের অন্য পুলিসকর্মীরা। বিষয়টি নিয়ে দুলালবাবু রাজ্য পুলিসের উপরতলায় অভিযোগ জানিয়েছেন। মানসিক অত্যাচারের বিষয়টি জানার পর ওই কনস্টেবলের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য পুলিসের স্টেট ওয়েলফেয়ার কমিটি। তারা ওই ইনসপেক্টরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ইনসপেক্টর অনুপ নাথের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। সবটাই নাটক। আমি নিশ্চিত, এর পিছনে কোনও বড় মাথা রয়েছে। উল্টে তিনি ওই কনস্টেবলের বিরুদ্ধে খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ এনেছেন। সশস্ত্র ব্যাটালিয়নের ডিআইজি কে কান্নন  বলেন, এমন কোনও অভিযোগ পাইনি। কোথাও অভিযোগ জমা পড়েছে কি না, খোঁজ নিয়ে দেখব। প্রয়োজনে অভ্যন্তরীণ অনুসন্ধান 
করা হবে।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা