কলকাতা

কালই কলকাতার পথে রওনা দেবে ঐতিহ্যবাহী ‘ছোট’ নৌকা, পরবর্তীকালে ঠাঁই পাবে গুজরাতের মিউজিয়ামে

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আগামী বৃহস্পতিবার বাংলার হারিয়ে যাওয়া শতাব্দী প্রাচীন ‘ছোট’ নৌকা শ্যামপুরের ডিহিমণ্ডলঘাট থেকে নদীপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। সূত্রের খবর, ঐতিহ্যবাহী এই নৌকাটিকে আপাতত কলকাতা বন্দরে রাখা হবে। পরবর্তীকালে এটি জায়গা পাবে গুজরাতের ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে।
এখনই নৌকাটি গুজরাতে না নিয়ে যাওয়ার প্রসঙ্গে ভারতের অ্যানথ্রোপলজি বিভাগের গবেষক স্বরূপ ভট্টাচার্য বলেন, ওই মিউজিয়ামটি এখনও তৈরি হয়নি। এখন সেখানে নিয়ে গেলে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই আপাতত কলকাতা বন্দরে এনে রাখা হবে। ন্যাশানাল মেরিটাইম মিউজিয়াম তৈরি হয়ে গেলে এই নৌকাকে গুজরাতে নিয়ে যাওয়া হবে। স্বরূপবাবু বলেন, মিউজিয়ামে নৌকা ও তার তথ্য সংরক্ষিত থাকবে, এটাই বড় ব্যাপার। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মাসাদুর রহমান বলেন, মাছ ধরার ছোট ডিঙি নৌকাটি মিউজিয়ামে রাখা হবে শুনে ভালো লাগছে। এটি অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। আরও আগে নিয়ে গেলে ভালো হতো। গত বছরের ১০ নভেম্বর নিজের হাতে তৈরি ‘ছোট’কে জলে ভাসিয়েছিলেন শ্যামপুরের ডিহিমণ্ডল ঘাটের বাসিন্দা বছর সত্তরের নৌকাশিল্পী পঞ্চানন মণ্ডল। সেদিন পরীক্ষামূলকভাবে নৌকাটি জলে ভাসানো হয়েছিল। তারপর প্রায় সাত মাস পড়েছিল এই নৌকাটি। অবশেষে বৃহস্পতিবার নৌকা নিয়ে যাওয়া হবে। 
প্রসঙ্গত, ইংল্যান্ডের সংস্থা ইএমকেপি (এনডেঞ্জার্ড মেটেরিয়াল নলেজ প্রজেক্ট) এবং ভারতের যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া শতাব্দী প্রাচীন এই ছোট নৌকা তৈরি করা হয়েছে। ৩৫ ফুট লম্বা, ৯ ফুট চওড়া ও ৭/৮ ফুট উচ্চতার এই নৌকা তৈরিতে সময় লেগেছে প্রায় একমাস। শ্যামপুরের ডিহিমণ্ডল ঘাটের বাসিন্দা বছর পঞ্চাননবাবু তাঁর চার ছেলে অমল, মণিমোহন, দিলীপ এবং দীপকে নিয়ে নৌকাটি তৈরি করেছেন। বছর ৩০ আগে এই ধরনের নৌকা তৈরি করেছিলেন তিনি। নৌকাটি তৈরির পুরো কাজ দেখাশোনা করেন ব্রিটেনের এক্সটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পি কুপার, হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত সিন্ধে, ভারতের অ্যানথ্রোপলজি বিভাগের গবেষক স্বরূপ ভট্টাচার্য এবং ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান আলি শেখ। নৌকাটি ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে রাখার পাশাপাশি নৌকা তৈরির যাবতীয় তথ্য এবং কৌশল ডিজিটাইজ আকারে ব্রিটিশ মিউজিয়ামেও রাখা হবে।  
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা