বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
ব্ল্যাকবোর্ড

দু’ছক্কা পুট-ই আসলে ‘পোয়া বারো’

‘তোমার তো এখন পোয়া বারো!’ রাস্তাঘাটে হামেশাই শোনা যায় এহেন বাক্যবাণ। মানে যে ব্যক্তিকে উদ্দেশ করে বলা, তাঁর সময়টা ভালো চলছে আর কী! কিন্তু পোয়া বারোই বা কেন? পোয়া বলতে তো আমরা সওয়া বা এক চতুর্থাংশই বুঝি। তার সঙ্গে বারোর সম্পর্কই বা কী? আসলে এই শব্দ দু’টিই আসলে পৃথক সংখ্যা। তবে এই দুই সংখ্যার সঙ্গে সৌভাগ্যের সম্পর্ক জানতে হলে ফিরে যেতে হবে এক ‘সর্বনাশা খেলা’র দিকে। হ্যাঁ সর্বনাশাই বটে। কারণ, খেলাটির নাম পাশা। আর প্রবাদেই যে রয়েছে—তাস দাবা পাশা, তিন সর্বনাশা। আম বাঙালি অবশ্য মহাভারতের পর এব্যাপারে তেমন খোঁজ রাখে না। কেউ কেউ রাখেন, তাদেরও দৌড় হয় ফেলুদার ‘নেপোলিয়ানের চিঠি’, নয় রামকৃষ্ণ কথামৃত পর্যন্তই। যাই হোক, শকুনির কাছে এই খেলাতে হেরেই সর্বস্ব খুইয়েছিলেন যুধিষ্ঠির। সেই সর্বনাশা পাশার সেরা দানের নাম ‘পোয়া বারো’। 
কিন্তু কী সেই দান? পাশায় রয়েছে মোট তিনটি গুটি। প্রতিটির গায়ে রয়েছে ১, ২, ৫ ও ৬ নম্বর। প্রত্যেক দানে তিনটি গুটি ফেলতে হয় একসঙ্গে। সব গুটি মিলিয়ে ৯ পড়লে শুরু হয় খেলা। অনেকটা আজকের দিনের লুডোর মতোই। পাশার দানে এই ১ সংখ্যাটিকে বলা হয় ‘পোয়া’। অর্থাৎ, মোক্ষম চাল ‘পোয়া বারো’ মানে দু’টি ছক্কা ও এক বা ১৩। লুডোর ক্ষেত্রে যাকে বলা যায় দু’ছক্কা পুট। তবে দু’ছক্কা পুট লুডোয় মোটেই দুর্লভ চাল নয়। কিন্তু পাশায় যে এই দান দিতে পারবে তার সৌভাগ্যের অন্ত নেই বলেই মনে করা হয়। অনেকেই ভাবেন ১৩ আসলে অপয়া। কিন্তু প্রাচীন ভারতে এটাই ভালো সময়ের চিহ্ন।
সায়নদীপ ঘোষ
19Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা