বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
ব্ল্যাকবোর্ড

অবহেলায় কাশীরামের জন্মস্থান
 

‘মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুন পুণ্যবান।’ মহাভারতের এই শ্লোক সবার জানা। ষোড়শ শতাব্দীর সপ্তম দশকে অখণ্ড বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে মহাভারতের অনুবাদক কবি কাশীরাম দাসের জন্ম হয়। কমলাকান্ত দাসের (দেব) তিন সন্তানের মধ্যে কাশীরাম ছিলেন মধ্যম সন্তান। কৃষ্ণরাম বড় এবং কনিষ্ঠ পুত্র ছিলেন গদাধর। কৃষ্ণরাম দাস ‘কৃষ্ণবিলাস’ কাব্য রচনা করেছিলেন। অনুজ গদাধর দাস ‘জগন্নাথ মঙ্গল’ বা ‘জগৎমঙ্গল’ কাব্য রচনা করেছিলেন। কাশীরাম দাসের কাব্যনৈপুণ্য অবশ্য সকলেরই জানা। তিনি বাংলায় মহাভারত অনুবাদ করে সাড়া ফেলেছিলেন। তাঁর মহাভারতের বাংলা অনুবাদ করতে সময় লেগেছিল ১৫৯৫ সাল থেকে ১৬১৩ সাল অবধি। ১৮ পর্বের ১ লক্ষ শ্লোকের মূল মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন তিনি। ১৩৬৮ সালে সিঙ্গি গ্রামের বাসস্ট্যান্ডের কাছে তৈরি হয় কাশীরাম দাস স্মৃতি পাঠাগার। সেই পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়। 
কাশীরাম দাসের জন্মভিটেতে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। তাঁদের মধ্যে কেউ নিছকই ঘুরতে, কেউ আবার আসেন গবেষণার জন্য। কিন্তু কবির সেই জন্মভিটে বেহাল হয়ে পড়েছে 
বহুকাল। কয়েক বছর আগের কথা। একবার সেখানে খনন করতে গিয়ে একটি সুড়ঙ্গ কুঠুরি দেখতে পান গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের মতে, ওই কুঠুরিতে বসেই নাকি কাশীরাম মহাভারতের অনুবাদ করতেন। সেইসব স্মৃতি সংরক্ষণের অভাবে এখন নষ্ট হতে বসেছে। ইতিহাসের এক অংশ হিসেবে কাশীরাম দাসের এই জন্মভিটে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। উঠেছে সংরক্ষণের দাবিও।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা