বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
ব্ল্যাকবোর্ড

বাহুবলী বাঙালি

সুদীপ্ত সেন: ঊনবিংশ শতাব্দীর গোড়ার কথা। কলকাতায় শুরু হল কুস্তি চর্চা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও ছোটবেলায় কুস্তি লড়তেন। বাংলায় শরীরচর্চা শুরু হয়েছিল রাজা-মহারাজা, জমিদারদের আনুকূল্যে। তবে কুস্তিতে ভারতকে বিশ্বের দরবারে যাঁরা প্রতিষ্ঠিত করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটের এক যুবক। নাম যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহ। সুঠাম একটি ছেলের নাম গোবর কেন? তা নিয়ে নানা গল্প রয়েছে। কিন্তু সেই নাম পিছু ছাড়েনি। দাদু অম্বিকাচরণের তত্ত্বাবধানে মাত্র ন’বছর বয়সে কুস্তি শিক্ষা শুরু। গোবরকে কুস্তির প্রশিক্ষণ দিতে অমৃতসর থেকে রহমানি পালোয়ানকে আনা হয়েছিল পারিবারিক আখড়ায়। 
১৯১৩ সাল। স্কটল্যান্ডের এডিনবরা শহরে জাতীয় কুস্তি প্রতিযোগিতায় ‘দ্য স্কট জায়েন্ট’, ‘দ্য গ্রেট রেসলার’ জিমি এসনকে হারিয়ে দিয়েছিলেন ১৩১ কেজির এই বাঙালি পালোয়ান। লড়াই চলে প্রায় ঘণ্টাখানেক। কিন্তু, গোবরের মারপ্যাঁচ ধরতেই পারেননি বিশ্বখ্যাত এসন। আর এক কিংবদন্তি রেসলার মার্কিন কুস্তিগীর অ্যাড সেন্টেলকে হেলায় হারিয়েছিলেন গোবর। ছিনিয়ে নেন লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব। তালিকা বেশ দীর্ঘ। কুস্তিতে গোবরের বিশ্বজোড়া খ্যাতি সহজে আসেনি। শরীরচর্চার সাধনায় নিজেকে ডুবিয়ে রাখতেন তিনি। উঠতেন ভোর তিনটেয়। ঘণ্টাখানেক ধরে আড়াই হাজার বৈঠক। সঙ্গে ৫০০ ডন। এরপর আখড়ায় কুস্তির মহড়া। শেষে গলায় নিরেট পাথরের চাকা ঝুলিয়ে ছোটা। এছাড়া, দু’মণেরও বেশি একজোড়া মুগুর ভাঁজা তো ছিলই। বিকেলেও শরীরচর্চার কড়া রুটিন। তবে যতীন্দ্রচরণের লড়াই শুধুই রিংয়ের মধ্যে ছিল না। সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন আখড়া। সেই জাতীয়তাবোধও স্পর্শ করেছিল তাঁকেও। ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করেছিলেন এই বঙ্গতনয়। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা নিয়ে মার্কিন মুলুকে বক্তৃতাও করেছিলেন কলকাতার গুহ পরিবারের এই সন্তান। শরীরচর্চার পাশাপাশি সাহিত্য-সঙ্গীতেও ছিলেন সমান আগ্রহী। তালিম নিয়েছিলেন ভারতীয় রাগসঙ্গীতের। সেতারও বাজাতেন। 
22Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা