বিনোদন

একসঙ্গে অনেক কাজ করি না: ঈশান

• ‘পিপ্পা’। গত কয়েকদিন ধরে শিরোনামে ছিল আমাজন প্রাইম ভিডিওর এই ছবি। কাজী নজরুল ইসলামের গান ‘কারার ওই লৌহ কপাট’-এ নিজের মতো সুরারোপ করেছেন এ আর রহমান। বিতর্ক তা নিয়েই। এই ছবিতে ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম নায়ক ব্রিগেডিয়ার বলরাম সিং মেহেতার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ঈশান খট্টর। ছবি মুক্তির পর সাক্ষাৎকারে এড়িয়ে গেলেন বিতর্কিত ওই প্রসঙ্গ।
বাস্তবের এক চরিত্রকে পর্দায় তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত ঈশান। তিনি বললেন, ‘অভিনেতা হিসাবে এধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ খুব কমই পাওয়া যায়। তাই আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই ছবিতে ব্রিগেডিয়ার বলরাম সিং মেহেতার কাহিনি বেশি গুরুত্বপূর্ণ। উনি সেই সময় কমান্ডর ছিলেন। ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে ভারতের ভূমিকা কেমন ছিল তা সঠিক ভাবে তুলে ধরার জন্য উনি সবসময় সেটে আমাদের সঙ্গে থাকতেন।’ 
পর্দায় ব্রিগেডিয়ার বলরাম সিং হয়ে ওঠা ঈশানের কাছে সহজ ছিল না। ‘গায়ে যখন সেনার ইউনিফর্ম ওঠে, তখন তার অনুভূতি আলাদা। দায়িত্ব বেড়ে যায়। এই চরিত্রের প্রস্তুতির জন্য আমি সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছি। তা করতে গিয়ে ওঁদের প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছিল। যখন আমরা কোনও কিছু দূর থেকে দেখি, তার দৃষ্টিভঙ্গি আলাদা থাকে। কিন্তু কাছে গেলে তার গভীরতা উপলব্ধি করা যায়। একজন সেনার সাহস, মানবিক দিক, ধৈর্য এসব কিছু আত্মস্থ করা কঠিন ছিল’, অভিজ্ঞতা ভাগ করে নিলেন ঈশান।
ছবির প্রস্তুতির সময় ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের সঙ্গে প্রথমবার জুম কলের মাধ্যমে কথা হয়েছিল ঈশানের। তবে শ্যুটিং শুরু করার আগে ওঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিনেতা। ‘প্রথম দেখাতেই আমি ওঁকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলাম (সশব্দে হেসে)’, বললেন তিনি। ছ’বছরের ফিল্মি কেরিয়ারে ঈশানকে হাতে গোনা মাত্র কয়েকটা ছবিতে দেখা গিয়েছে। এর কারণ জানতে চাইলে স্মিত হেসে ঈশান বলেন, ‘আমার কাছে যেসব ছবির প্রস্তাব আসে, আমি তার মধ্যে থেকে সবসময় সেরাটা বেছে নেওয়ার চেষ্টা করি। এমন ছবি করার চেষ্টা করি যেখানে আমি কিছু করে দেখাতে পারব। আমি যখন কোনও ছবিতে কাজ করি, তখন তারমধ্যে পুরোপুরি ডুবে যাই। চরিত্রটাকে পুরোপুরি বোঝার, আর সম্পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করি। একটা প্রোজেক্ট পুরোপুরি শেষ হওয়ার পরই আমি পরবর্তী প্রোজেক্টের কাজ শুরু করি। একসঙ্গে অনেক কাজ করতে পারি না।’
দেবারতি ভট্টাচার্য, মুম্বই
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা