বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

‘উমা’র সাফল্য

ছোট্ট উমা। বাবার কাছে তার আবদার কলকাতার দুর্গাপুজো দেখবে। অসুস্থ মেয়ের ইচ্ছে পূরণে বাবা মার্চের শহরে অকাল পুজোর আয়োজন করলেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবিতে মুখ্য চরিত্রে সারা সেনগুপ্ত এভাবেই দর্শকের ভালোবাসা পেয়েছিল। অভিনেতা দম্পতি যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর মেয়ে সারার সেই প্রথম লাইমলাইটে আসা। ফের সারা শিরোনামে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সদ্য ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিয়োর’ মডেল হয়ে র‌্যাম্পে হাঁটল। 
র‌্যাম্পে সারার ভিন্ন লুক, আত্মবিশ্বাসী মুখ নজর কেড়েছে। বাবা বা মায়ের পরিচয়ে নয়, মেয়ে এই সাফল্য পেয়েছে নিজের যোগ্যতায়, মুম্বই থেকে জানালেন নীলাঞ্জনা। তাঁর কথায়, ‘সারা পুরো কাজটা নিজে করেছে। অফারও নিজেই পেয়েছিল। আমার কাছে বা যিশুর কাছে অফার আসেনি। ওর নিজের যোগ্যতাতেই কাজটা পেয়েছে। যিশুর মেয়ে বলে আলাদা কোনও সুযোগ পায়নি।’ 
সাধারণত এমন লুকে একদমই আগে দেখা যায়নি পর্দার ‘উমা’কে। তবে এই সাজে ভীষণ আনন্দ করেছে সে। নাতনির এই সাফল্য দেখে কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক? নীলাঞ্জনার কথায়, ‘মা ভীষণ খুশি হয়েছেন।’ তবে আলাদা করে সারাকে  কোনও উপদেশ দেননি কেউই। কেবল এই শো-এর আগেই নয়, ‘উমা’র সময়ও তাকে কোনও পরামর্শ দেওয়া হয়নি পরিবারের তরফে। নীলাঞ্জনা বলছিলেন, ‘আসলে অভিনয়ের ক্ষেত্রে ঠিক বা ভুল পদ্ধতি বলে কিছু নেই। যতই শেখানো হোক না কেন, ক্যামেরার মুখোমুখি বা র‌্যাম্পে তো সারাকেই হাঁটতে হল।’ সারার সাফল্যে গর্বিত প্রথম পরিচালক সৃজিত সমাজমাধ্যমে লেখেন, ‘আমার ছোট্ট উমা! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য অপেক্ষা করে থাকেন, সেখানে উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটল। ভীষণ গর্বিত।’ মেয়ের সাফল্যে খুশি বাবাও। সমাজমাধ্যমে যিশু লেখেন, ‘গর্বিত শব্দটাও ছোট আজকের দিনটার জন্য।’ 
21Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা