বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা

কৃ ষ্ণ ভ ক্ত দিব্যানি

কৃষ্ণপ্রেমে পাগলিনী রাধার কথা আমাদের জানা। আবার কৃষ্ণভক্ত মীরাকেও আমরা জানি। তবে এসবই পুরাণ, ইতিহাসের কথা। আজকের প্রজন্মের কাছে এই বিষয়গুলো বোধহয় অতিরঞ্জিত। তাই এই প্রজন্মের কেউ যখন বলেন কৃষ্ণ তাঁর পরম আরাধ্য, একমাত্র বন্ধু তখন একটু বিস্ময় লাগে বইকি! কে বলেছেন? তিনি দিব্যানি মণ্ডল। যাঁকে আপনারা প্রতিদিন জি বাংলার পর্দায় ‘ফুলকি’ রূপে দেখেন। বাস্তবেও তিনি কৃষ্ণ সাধিকা। 
‘ছোট থেকেই আমার তেমন কোন বন্ধু নেই। গোপাল আর রাধাকে ছোট থেকে প্রিয় বন্ধু বানিয়েছি। এখনও আমার ব্যাগে সবসময় রাধা-কৃষ্ণের মূর্তি থাকে। গত দু’বছর ধরে নিয়মিত ইসকনে যাচ্ছি। জপ করি না। কিন্তু গীতা পড়ি। পাঁচ বছর হল আমি নিরামিষাশি। কৃষ্ণই আমার সব। সারা জীবন কৃষ্ণসাধনা করে যাব,’ ‘ফুলকি’র সেটে বসে এই গল্প শোনালেন দিব্যানি। শ্যুটিংয়ের বিরতিতে কথায় কথায় ছোটবেলায় ফিরে গেলেন অভিনেত্রী। বললেন, ‘আমি মুর্শিদাবাদের মেয়ে। ছোট থেকে ক্যারাটে শিখেছি। বাবা ক্যারাটে প্রশিক্ষক। আমাকে তিনবেলা প্র্যাকটিস করাতেন। তাই স্কুল যাওয়ার বিশেষ সুযোগ পেতাম না। ফলে বন্ধুও ছিল না। তখন থেকেই রাধা-কৃষ্ণ আমার বন্ধু।’ 
স্কুল কলেজের পাঠ শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যাল়য়ে ভর্তি হন দিব্যানি। বর্তমানে তিনি সেখানে ইংরেজি নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করছেন। ‘আমি নিয়মিত ক্লাস করতে পারি না। কিন্তু পড়াশোনাটা নিয়মিত করি। শ্যুটিংয়ের ফাঁকে পড়ি অথবা যেদিন দেরিতে কলটাইম থাকে সেদিন বাড়িতে পড়াশোনা করে আসি,’ বলছিলেন তিনি। ছোট থেকেই অভিনয়ের শখ তাঁর। তাই আয়নার সামনে চলত মনের মতো অভিনয়। ‘আয়নাতেই বোধহয় সকলের অভিনয়ের প্রথম পাঠ হয়। আমি সাজতে ভালোবাসি। বাড়িতে নানারকম সাজগোজ করে আয়নার সামনে অভিনয় করতাম ছোটবেলায়। পরে বুঝেছি, ওটাই আসলে আমি করতে চাই,’ বলছিলেন দিব্যানি। 
‘কলকাতায় পড়তে আসার পর আমি একটা মিউজিক ভিডিওয় অভিনয় করেছিলাম। সেটা দেখে ফুলকি চরিত্রের জন্য ফোন আসে। প্রথমে ভেবেছিলাম ভুয়ো কল,’ হাসতে হাসতে বলছিলেন পর্দার ফুলকি। ‘আসলে ভেবেছিলাম, অভিনয় নিয়ে পড়াশোনা করে থিয়েটারে যোগ দেব। কিন্তু তার আগেই আমার কাছে ফুলকির সুযোগ আসে। সুযোগটা এতটাই অযাচিত ছিল যে, প্রথমে বিশ্বাস হয়নি। এখন নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়,’ যোগ করলেন তিনি। পর্দার ‘ফুলকি’ হয়ে উঠতে তাঁকে যে বিশেষ পরিশ্রম করতে হয়নি, সে কথাও স্বীকার করলেন তিনি। ‘ফুলকি আমারই মতো। হাসিখুশি, দুষ্টুমিতে ভরা। আমি যেমন সেটে সকলের সঙ্গে দুষ্টুমি করি, ফুলকিও তেমনই ছেলেমানুষীতে ভরা। ফুলকি বক্সার হতে চায়। আমি অবশ্য ভালো অভিনেত্রী হতে চাই। সবে শিখতে শুরু করেছি। প্রচুর বকুনি খাই। কিন্তু আমি জানি সেটা আমার ভালোর জন্যই,’ মনের কথা উজাড় করে দিলেন কৃষ্ণভক্ত দিব্যানি।
মানসী নাথ
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা