বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

‘জীবনে সবটা দেখেছি’

একদিকে মধুজা সিংহ রায়। অন্যদিকে মানিকের বড়মা। এই দুই পরিচয়ে সোহিনী সান্যালকে ইদানীং দর্শক দেখেছেন টেলিভিশনের পর্দায়। সৌজন্যে ধারাবাহিক ‘গাঁটছড়া’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। সম্পূর্ণ দুটো ভিন্নধর্মী চরিত্র প্রসঙ্গে এককথায় নিজের ভালোলাগা প্রকাশ করলেন অভিনেত্রী। ‘গাঁটছড়ায় খুব ভালো রিঅ্যাকশন পেয়েছি। যখন কোনও হিরো বা হিরোইনের মা করেছি, তার মা হিসেবেই পরিচয় হয়েছে। গাঁটছড়ায় শুধু কুণালের মা নয়, কখনও কাকিমণি, কখনও মধুজা সিংহ রায়— নানা নামে পরিচিতি হয়েছে। এই চরিত্রটাতে নানা শেডস নিয়ে কাজ করতে পেরেছি। খুব পজেসিভ মা। বউমা যদি ছেলের বেশি কাছে চলে যায়, মায়ের ইনসিকিওরিটি হয়। আবার বউমার ব্যাপারেও পজেসিভ। আর ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর চরিত্র আদর্শ মায়ের। মা বলতে আমরা যেটা বুঝি, বড়মা তাই। প্রায় ১০০ বছর আগেকার গল্প। সন্তান হয়নি বলে বাঁজা বলে খোঁটা শুনেছে। পৃথ্বীরাজ নিজের ছেলে নয়। কিন্তু তার যাবতীয় আবদার, আহ্লাদ, দুঃখ করার জায়গা সব কিছুই হচ্ছে বড়মা। সতীনকে হিংসেও করে, ভালোও বাসে’, বললেন সোহিনী। 
অভিনয়ের পাশাপাশি ট্যারো কার্ড রিডিং, হিলিং এবং কাউন্সেলিং করেন সোহিনী। ২০০৩-এর ডিসেম্বরে অভিনয়ের কেরিয়ার শুরু। আর কয়েক মাস পরেই ২০ বছর হবে। হেসে বললেন, ‘সাড়ে ঊনিশে দাঁড়িয়ে আছি।’ এতগুলো দিন পেরিয়ে কোনও আক্ষেপ জমা হয়েছে? অভিনেত্রীর উত্তর, ‘২০১২-১৩ নাগাদ এ প্রশ্ন হলে হয়তো কিছু অভিযোগের কথা বলতাম। ২০১৪ থেকে একটা স্পিরিচুয়াল পড়াশোনার মধ্যে দিয়ে গিয়েছি। জীবন দেখার চোখ বদলে গিয়েছে। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা নিয়ে আমি খুশি। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের জীবনের গ্রাফ আলাদা। আমি অভিনয় করেই মা, মামাকে ভালো ভাবে রাখতে পেরেছিলাম। ইন্ডাস্ট্রি আমাকে সেই সাপোর্ট করার ক্ষমতা দিয়েছে।’ 
ব্যক্তিগত জীবনে বহু লড়াই পেরিয়েছেন অভিনেত্রী। সরাসরি রক্তের সম্পর্কের আজ আর কেউ নেই তাঁর। তবুও অনেককে আগলে রেখেছেন। তাঁর কথায়, ‘আজ যদি আবার শূন্যে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয় আমি আবার শুরু করে দেব। আমি জীবনে সবটা দেখেছি। বাড়ি থেকে বেরিয়ে কোন গাড়িটা চড়ব, এটা ভেবেছি একসময়। আবার পুরো বাসভাড়া নেই। তাই দুটো স্টপেজ আগে নেমে হেঁটে যেতে হচ্ছে, সেটাও দেখেছি। ফলে কী হতে পারত, সেটা আর এখন আমার মধ্যে কাজ করে না। কপালে যেটা আছে সেটা কেউ নিতে পারবে না। ’ 

26th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ