বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ডিনের আউট নিয়ে ফের মুখ
খুললেন হরমনপ্রীত কাউর

 

সিলেট: ইংল্যান্ডের চার্লি ডিনকে ‘মানকাডিং’ করা নিয়ে বিতর্ক অব্যাহত। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে বোলার দীপ্তি শর্মা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা ডিনকে ওই ভাবে আউট করেন, যা ইংল্যান্ডকে উপহার দেয় ঘরের মাঠে হরমনপ্রীত কাউরদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা। ‘মানকাডিং’ এখনও রয়েছে ক্রিকেটীয় আইনে ‘আনফেয়ার প্লে’ বিভাগে। তবে শনিবার, ১ অক্টোবর থেকে তা অন্তর্ভুক্ত হতে চলেছে ‘রান-আউট’ বিভাগে। মহিলাদের এশিয়া কাপের আগে এই প্রসঙ্গে ফের মুখ খুলেছেন ভারতের ক্যাপ্টেন। আরও একবার তিনি জানিয়ে দিয়েছেন, নিয়ম বহির্ভূত কোনও কাজ করেনি টিম ইন্ডিয়া। হরমনপ্রীত সাফ বলেছেন, ‘গত কয়েকটা ম্যাচ থেকেই লক্ষ্য করছিলাম যে, ডিন এভাবে অন্যায় সুবিধা নিচ্ছে। প্রায় প্রতিটি ডেলিভারির আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দীপ্তি সেই ব্যাপারে সজাগ থাকার দরুন ওভাবে আউট করতে পেরেছে। এটা আমাদের পরিকল্পনায় ছিল না। তবে সবাই তো জেতার লক্ষ্যেই মাঠে নামে। আইনের মধ্যে থেকে খেললে দোষের কিছু নেই। তবে ওই আউট এখন অতীত। তাই ওটা নিয়ে আর ভাবতে চাই না।’
শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন হরমনপ্রীতরা। ৭ অক্টোবর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তবে
পরের বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসছে টি-২০ বিশ্বকাপের আসর। সেদিকে তাকিয়ে নতুনদের দেখে নিতে চাইছে ভারত। হেমলতা ও কিরণ নবগিরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সাফল্য পাননি। তাঁদের ফের সুযোগ দেওয়া হতে পারে। কব্জির চোট সারিয়ে ফেরা জেমাইমা রডরিগেজ সম্ভবত ফিরছেন দলে। ইংল্যান্ড সফরে ব্যর্থ শেফালি ভার্মার উপরও অবশ্য আস্থা রেখেছেন হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘অনেক সময় নেটে ভালো খেলেও ম্যাচে রান আসে না। আমি নিশ্চিত যে, শেফালি ফর্মে ফিরবেই।’

1st     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ