বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

এবার লাতিন আমেরিকায় দেখা
মিলল চীনা স্পাই বেলুনের

ওয়াশিংটন: আবারও খোঁজ মিলল চীনা স্পাই বেলুনের! মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র তরফে জানানো হয়েছে, লাতিন আমেরিকার কোনও অংশে এই স্পাই বেলুনেটির খোঁজ পাওয়া গিয়েছে। যদিও মহাদেশের নির্দিষ্ট কোন অংশে এটির খোঁজ মিলেছে তা স্পষ্ট করেনি পেন্টাগন। ইতিপূর্বে আমেরিকার মন্টানা এয়ারবেসের কাছে আকাশে উড়তে দেখা গিয়েছিল এমনই এক রহস্যজনক বেলুন। যেটিকে ভূলবশত আমেরিকায় চলে যাওয়া এয়ারশিপ বলে দাবি করেছিল চীন।  সেই সাফাইকে গুরুত্ব দেয়নি আমেরিকা। তাদের অভিযোগ, আমেরিকার উপর নজরদারি চালানোর উদ্দেশ্যেই ওই স্পাই বেলুন পাঠিয়েছিল বেজিং।  সাধারণ মানুষের প্রাণহানির ভয়ে সেই বেলুনটিকে গুলি করে নামানো হয়নি বলে জানিয়েছিল মার্কিন প্রশাসন। তবে আবারও একইরকম স্পাই বেলুন দেখা দেওয়ার অভিযোগে আমেরিকা ও চীনের মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।  নজরদারির অভিযোগ সরাসরি নাকোচ করেছে বেজিং। তবে নিজেদের অবস্থানে অনড় আমেরিকা। এমনকি স্পাই বেলুনের জেরে মার্কিন সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন নিজের বেজিং সফর বাতিল করেছেন। এখন এই ঘটনার জল কতদূর গড়ায় সেটাই দেখার।

4th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ