দেশ

নোট বদলে কেন চাওয়া হচ্ছে প্যান,
আধার, প্রশ্ন তুলে অর্থমন্ত্রককে চিঠি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল এক রকম, আর বাস্তবে হচ্ছে তার ঠিক উলটোটা। ২ হাজার টাকার নোট বদলের জন্য কোনও নথি দেখাতে হবে না। পূরণ করতে হবে না কোনও ফর্মও। এমনটাই জানিয়েছিল আরবিআই। কিন্তু দেশের নানা প্রান্তে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নোট বদল করতে গিয়ে এর উলটো অভিজ্ঞতা হচ্ছে সাধারণ গ্রাহকদের। দু’হাজার টাকার নোট বদল বা জমা দেওয়ার সময় গ্রাহকদের কাছে আধার ও প্যান কার্ড দেখতে চাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
সেইসঙ্গে জানা যাচ্ছে, ২ হাজার টাকার নোট কারা কত জমা দিচ্ছেন অথবা পরিবর্তে সমমূল্যের নোট বদলে নিচ্ছেন, সেই তথ্য জানানো হবে আয়কর দপ্তরকে। ২ হাজার টাকার নোট বদলের প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ সমস্যামুক্ত’ হিসেবে দাবি করা হলেও বাস্তবে একঝাঁক প্রশ্ন দেখা দিয়েছে। ব্যাঙ্কের তরফে এই তথ্য আয়কর দপ্তরে পাঠানো হবে স্টেটমেন্ট ফিনান্সিয়াল ট্রান্সফার রিপোর্টের অঙ্গ হিসেবে। প্রতি বছরই এই রিপোর্ট ব্যাঙ্কের তরফে তৈরি করা হয়। বৃহৎ অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা করা হলে সেই তথ্য আয়কর দপ্তরে জানানোর নিয়ম আগে থেকেই রয়েছে। তবে, সেটা ১০ লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্ট এবং ৫০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বিশেষ একটি নোট ব্যাঙ্কে জমা করার তথ্য আয়কর দপ্তরকে জানানোর উদ্দেশ্য কী, তা নিয়ে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি সরকারিভাবে। অর্থমন্ত্রক সূত্রে বলা হচ্ছে, এক্ষেত্রেও ওই একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ বড় অঙ্ক জমা করা হলে আয়কর দপ্তরে জানানো হবে। কিন্তু এই বড় অঙ্কটা ঠিক কত? তা নিয়ে কিছু জানানো হয়নি।
এদিকে, সব ব্যাঙ্কের তরফে আধার কার্ড ও প্যান কার্ড চাওয়া হচ্ছে না। অর্থাৎ একই নিয়ম সব ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন মহল থেকে অর্থমন্ত্রককে চিঠি লেখা হচ্ছে। তাদের প্রশ্ন, আরবিআইয়ের নির্দেশকে এড়িয়ে কেন কিছু ব্যাঙ্ক আধার ও প্যান কার্ড দেখতে চাইছে? আর নোট জমা দেওয়া অথবা সমমূল্যের টাকা বদলে নেওয়ার তথ্য কেন আয়কর দপ্তরকে পৃথকভাবে জানাতে হচ্ছে? বিষয় দু’টির ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই চিঠিতে। অবশ্য, জল্পনা চললেও অর্থমন্ত্রক সূত্রে খবর, ২ হাজার টাকার নোট স্থায়ীভাবে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি।
19Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা