বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

আইআইটি’র হস্টেল থেকে ভিনরাজ্যের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু খড়্গপুরে আইআইটিতে। মঙ্গলবার রাতে আইআইটির হস্টেল থেকে ভিনরাজ্যের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম কে কিরণ চন্দ্র। তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলার বাসিন্দা ওই পড়ুয়া আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মৃতের পরিবারের দাবি, পড়াশোনা ও প্রজেক্ট নিয়ে আইআইটির অত্যধিক চাপের জন্যই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন কিরণ। এনিয়ে আইআইটির রেজিস্ট্রার অমিত জৈনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। মেসেজরও কোনও উত্তর দেননি। তবে আইআইটি কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘটনার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে।   
আইআইটি ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আইআইটির লাল বাহাদুর শাস্ত্রী হলের ৫১৩ নম্বর ঘরে আরও দুই পড়ুয়ার সঙ্গে থাকত কিরণ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পড়াশোনার কাজে ওই দুই পড়ুয়া হস্টেলের বাইরে যায়। সেসময় ঘরে একাই ছিল পড়ুয়া। কিছুক্ষণ পর ওই হস্টেলেরই অন্যান্য আবাসিকরা লক্ষ্য করেন, ৫১৩ নম্বর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ওই যুবক পড়াশোনা করছেন ভেবে কেউ বিরক্ত করেনি তাঁকে। কিন্তু বারান্দা দিয়ে যাওয়ার সময় এক পড়ুয়া হঠাৎই জানালার ফাঁক দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় হস্টেলের নিরাপত্তারক্ষীদের। রাত সাড়ে ৮টা নাগাদ যুবককে উদ্ধার করে ক্যাম্পাসেরই বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরেই খবর দেওয়া হয় হিজলি ফাঁড়িতে। পুলিস এসে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 
প্রথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন। পড়ুয়ার বাবা কে চন্দ্রের অভিযোগ, পড়াশোনা ও প্রজেক্টের জন্য ছেলেকে অতিরিক্ত চাপ দিতেন শিক্ষকরা। এনিয়ে তাকে উল্টোপাল্টা কথাও বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে থাকতে থাকতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ও। জানা গিয়েছে, মাসখানেক আগে ওই ছাত্রের কিডনিতে পাথর হয়েছে বলে ধরা পড়ে। চিকিত্সার জন্য গত ২৪সেপ্টেম্বর হায়দরাবাদ যান তিনি। সেখানে একটি হাসপাতালে অপারেশনের পর চলতি মাসের ৪ তারিখ ফের আইআইটিতে ফেরেন। দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকার কারণে অন্য পড়ুয়াদের থেকে পড়াশোনায় পিছিয়ে পড়েন তিনি। মঙ্গলবার কলেজে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই প্রজেক্ট ভালো না হওয়ার কারণে তাঁকে তিরস্কার করা হয় বলেও অভিযোগ। বুধবার ফের প্রজেক্ট করে নিয়ে আসতে বলা হয়। কিন্তু রাতেই আত্মহত্যা করেন তিনি। পড়ুয়ার কাকা এম দশরথের ক্ষোভ,  এত বড় একটা প্রতিষ্ঠান, বাইরে থেকে পড়ুয়া পড়তে আসছে, সেখানে যদি পড়ুয়ার কোনও সমস্যা হয় তাহলে অন্তত জানানো উচিত কর্তৃপক্ষের। কিন্তু তারা কোনও রকম সহযোগিতা করেনি।
15Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা