রাজ্য

বিধানসভায় আচমকা ইডি, ‘ইন্ডিয়া’কে ধাক্কার প্রস্তুতি মোদি সরকারের?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবেমাত্র পঞ্চায়েত ভোট মিটেছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র বাঁধন ক্রমেই যখন শক্ত হয়ে বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে, ঠিক সেই সময় বিধানসভা ‘অভিযান’ ইডির। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক আধিকারিক পৌঁছে যান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু কেন? এই প্রশ্নেই এখন শোরগোল রাজ্য রাজনীতিতে। এ ব্যাপারে বিমানবাবু মুখ খুলতে নারাজ। তিনি বলেছেন, ‘বিধানসভায় আমার সঙ্গে কে দেখা করতে আসবেন, সেটা আমি বলব না। আমার সঙ্গে অনেকে দেখা করতে আসতে পারেন। নির্দিষ্টভাবে কে এল, না এল, তা নিয়ে আমি সংবাদমাধ্যমের কাছে জবাবদিহি করব না। সব বিষয়ে জবাবদিহি! দুর্ভাগ্যজনক ব্যাপার।’ তাহলে কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধির আগমনের কারণ কি অধ্যক্ষর কাছে কোনও বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত কিছু জানিয়ে রাখা? নাকি লোকসভা ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলে পরোক্ষে ‘ইন্ডিয়া’কে ধাক্কা দেওয়ার প্রস্তুতি? 
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ আসেন ইডির এক আধিকারিক। এই পরিচয় দিয়েই তিনিই বিধানসভায় প্রবেশ করেন। ওই আধিকারিক বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। সেইমতো তাঁকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। অধ্যক্ষের সঙ্গেও ইডি আধিকারিকের কথাবার্তা হয়েছে বলে খবর। বিধানসভায় হঠাৎ ইডির আগমনের খবর ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। করিডরজুড়ে আলোচনা শুরু হয়ে যায়, কেন এসেছে কেন্দ্রীয় এজেন্সি? 
মূলত, এখন পশ্চিমবঙ্গ বিধানসভার তিনজন তৃণমূল বিধায়ক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি—পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিতে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সিবিআই এবং ইডি এই দুই এজেন্সির ‘তদন্তের অধীন’ তাঁরা। ফলে এদিন ইডি আধিকারিকের বিধানসভায় আসা নিয়ে নতুন জল্পনা উস্কে উঠেছে। তৃণমূল শিবির থেকে একাধিকবার বলা হয়েছে, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির ‘দাপাদাপি’ বৃদ্ধি পায়। ‘ইন্ডিয়া’র অংশীদার মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বিরোধী দলগুলির বিরুদ্ধে ফের অতিসক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই নিরিখে বাংলা যে ‘ব্যতিক্রম’ হবে না, সে ব্যাপারে সব মহলই নিশ্চিত। তাহলে কি ভোটের আগে আবার কোনও তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি? তৃণমূল নেতৃত্ব বারবার বলছেন, কেন্দ্রে আর ক্ষমতায় আসবেন না নরেন্দ্র মোদি। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত। ক্ষমতায় আসবে ‘ইন্ডিয়া’। এই চাপ বিলক্ষণ অনুভব করছে বিজেপিও। গেরুয়া শিবিরের নিচুস্তরের নেতা-কর্মী তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রীর ভাষণেও মরিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাই বিরোধীরা প্রশ্ন তুলছে, জোটের বন্ধন আলগা করতে কেন্দ্রীয় এজেন্সি কোনও ‘ভূমিকা’ নিচ্ছে না তো? বিধানসভার একটি সূত্র জানাচ্ছে, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট সংক্রান্ত বিষয়ে এদিন কথা বলেছেন ইডি আধিকারিক। এর আগে অধ্যক্ষ অভিযোগ করেছিলেন, বিধায়ককে গ্রেপ্তার করা হলেও, সময় মতো কেন্দ্রীয় এজেন্সি সে বিষয়ে বিধানসভাকে জানায় না। এমনকী চার্জশিট সংক্রান্ত বিষয়েও জানানো হয় না। এবার তেমন কোনও ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই কারণেই কি কেন্দ্রীয় এজেন্সির আগাম আগমন?
বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি কেন এসেছিল, সেটা তারা কিংবা অধ্যক্ষই বলতে পারবেন। অনেক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেব্যাপারে কথা হয়ে থাকতে পারে।’
15Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা