বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

প্রেমিকার বাবার ফোন চুরি
করে যোগীকে খুনের হুমকি
গ্রেপ্তার কিশোর  

লখনউ: ব্যর্থ প্রেমের জ্বালা। তা সহ্য করতে না পেরে প্রেমিকার বাবাকে ফাঁসাতে চেয়েছিলেন এক তরুণ। এজন্য পরিকল্পনাও ফেঁদেছিলেন জবরদস্ত। প্রথমে প্রেমিকার বাবার ফোন চুরি করে। তারপর সেই ফোন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেন তিনি। তবে তাঁর সেই ছক ফাঁস হয়ে গিয়েছে। আপাপত শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্তের।
মঙ্গলবার টোল ফ্রি নাম্বার ১১২-তে একটি ফোন পায় উত্তরপ্রদেশ পুলিস। তাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। সেই একই নাম্বার থেকে পুলিসের কাছে একটি মেসেজও আসে। তাতে লেখা ছিল— মুখ্যমন্ত্রী যোগীকে দ্রুত খুন করব।  মঙ্গলবারের এই হুমকি ফোনের পর দায়ের করে দ্রুত তদন্ত শুরু করে পুলিস।
কল ট্রেস করে ফোন নাম্বারের মালিক সাজ্জাদ হুসেনের কাছে পৌঁছে যায় লখনউ পুলিস। সাজ্জাদ পুলিসকে জানান, তাঁর ফোনটি দু’দিন আগেই চুরি হয়ে গিয়েছে। এরপর সাজ্জাদের প্রতিবেশীদের থেকে পুলিস জানতে পারে ব্যর্থ প্রেমের কাহিনী।  সাজ্জাদের মেয়ের সঙ্গে আমিন (১৮) নামে ওই তরুণের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক মেনে নিতে পারেননি সাজ্জাদ। মেয়েকে আমিনের থেকে আলাদা করার চেষ্টা করেন তিনি। সেজন্য বদলা নিতে প্রেমিকার বাবাকে ফাঁদে ফেলার ছক কষেন আমিন। মিথ্যা মামলায় সাজ্জাদকে ফাঁসাতে চেয়েছিলেন ওই তরুণ। শেষপর্যন্ত ভেস্তে যায় সেই ছক। মঙ্গলবার পুলিসের জালে ধরা পড়ে আমিন। 
ফোন চুরি সহ একাধিক ধারায় আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাঁকে লখনউয়ের আদালতে তোলা হবে। 
21Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা