বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বান্ধবী কামারহাটি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার!
দুর্নীতি কাণ্ডে হানা দিতে পারে ইডি,
আগেই অয়নকে সতর্ক করেন শ্বেতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবার এক ‘রহস্যময়ী বান্ধবী’র হদিশ। এই মামলায় আগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও সোমবার গ্রেপ্তার করেছে ইডি। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে পাওয়া যায় একটি নাম—শ্বেতা চক্রবর্তী। প্রাথমিকভাবে তদন্তকারীরা দাবি করেছিলেন, ইনি পেশায় টালিগঞ্জের উঠতি মডেল। কিন্তু মঙ্গলবারই জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য, শ্বেতা আদতে উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বাড়ি নৈহাটির ৭ নম্বর বিজয়নগর কলোনির জেলেপাড়ায়। ২০১৬ সালে তিনি ওই পদে যোগ দেন বলে স্বীকার করেছেন পুর-চেয়ারম্যান গোপাল সাহা। ধৃত অয়নের বাড়ি তল্লাশি চালিয়ে পুরসভার চাকরি কেলেঙ্কারি সামনে এনেছে ইডি। সেই সূত্র ধরেই উঠে এসেছে অয়নের সঙ্গে পরিচয় থেকে ‘বান্ধবী’ হওয়ার টানটান কাহিনি। শুধু তাই নয়, শ্বেতা ইডি হানার আগে ধৃতকে সতর্ক পর্যন্ত করেছিলেন বলেও দাবি তদন্তকারীদের।
জানা গিয়েছে, স্ত্রী কাকলি শীলের মাধ্যমেই এই উঠতি মডেল তথা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের সঙ্গে পরিচয় হয় অয়নের। আলাপ বন্ধুত্ব, পরে আরও ঘনিষ্ঠতায় গড়াতে সময় লাগেনি। বান্ধবীর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ভরেছেন অয়ন। বিলাসবহুল হন্ডা সিটি গাড়ি কিনে দিয়ে মনও জুগিয়েছেন। শ্বেতাকে নিজের রিয়েল এস্টেট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পর্যন্ত করেন। এমনকী ছোট পর্দায় বান্ধবীকে ‘লঞ্চ’ করার জন্য ২০২০ সালের সেপ্টেম্বর মাসে একটি প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছিলেন অয়ন। এহেন ঘনিষ্ঠ উপকারী বন্ধুর বিপদে তাই বিচলিত হয়ে পড়েছিলেন শ্বেতা। অয়নের সল্টলেকের এফডি ব্লকের ফ্ল্যাটে ইডি হানার আগের রাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তাঁকে সতর্ক করে দেওয়ার শেষ চেষ্টা পর্যন্ত চালিয়েছিলেন। কিন্তু কীভাবে সেই খবর পেলেন তিনি? সেব্যাপারে খোঁজখবর করছে কেন্দ্রীয় এজেন্সি। 
অয়নের ফ্ল্যাটে খানাতল্লাশিতে উদ্ধার হওয়া নথির ভিড়ে একটি চুক্তিপত্রে চোখ আটকে গিয়েছে ইডি অফিসারদের। তাঁদের দাবি, গত ২০১৯ সালের ২৬ আগস্ট কল্পনা চক্রবর্তী নামে এক মহিলার সঙ্গে ‘লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট’ করেছিলেন অয়ন। এই চুক্তির মাধ্যমে দলিলে কোনও অদলবদল ছাড়াই একজন অপরজনের সম্পত্তি ব্যবহার করার অধিকার পায়। কিন্তু কে এই কল্পনা? তিনি কি শ্বেতার মা, নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার দিনভর শ্বেতার খোঁজ মেলেনি। বারবার মোবাইলে ফোন করলেও, তিনি ধরেননি। শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী স্বাস্থ্যদপ্তরের প্রাক্তন কর্মী। মা সান্ত্বনা চক্রবর্তী গৃহবধূ। অরুণবাবু জানিয়েছেন, মেয়ে মডেলিং করত। কাকলি তাঁর সঙ্গে অয়নের পরিচয় করিয়ে দিয়েছিলেন। অয়নের সংস্থার মডেল হয়েছিল মেয়ে। পারিশ্রমিক পেয়েছিল। এতে অন্যায়ের কিছু নেই।
22Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা