বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পেনশন না মেলায় সঙ্কটে ২ হাজার অবসরপ্রাপ্ত

সংবাদদাতা, কল্যাণী: মাসের অর্ধেক পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও পেনশন হয়নি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিসিকেভি) প্রায় দু’হাজার অবসরপ্রাপ্ত অধ্যাপক, কর্মচারী ও আধিকারিকের। এ নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। বিশ্ববিদ্যালয়টি রাজ্য কৃষিদপ্তরের অধীনে। রাজ্য সরকারের বেতনের নিয়মেই, সাধারণত মাসের প্রথম দিকেই পেনশন হয়ে যায় তাঁদের। গতমাসে সেটা কিছুটা পিছিয়ে ৭ তারিখ হয়‌। কিন্তু এমাসের সরকারি নির্দেশ (জিও) বিশ্ববিদ্যালয়ে এখনও পৌঁছয়নি। ফলে, এই পেনশন কবে হবে, তা নিয়ে এখনও সংশয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই ব্যাপারে উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে সংশ্লিষ্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। দ্রুত সুরাহার আশ্বাস মিলেছে প্রতিবারই। তাঁদের অভিযোগ, তারপর দু’সপ্তাহ পেরলেও তাঁরা অন্ধকারে এবং তীব্র অর্থসঙ্কটে পড়েছেন। এই বিষয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন বিসিকেভি শাখার সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, ‘আমরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে আশ্বাসের বেশি কিছুই এখনও মেলেনি। সকলের দ্রুত পেনশন দাবি করছি আমরা।’ 
অন্যদিকে, উপাচার্য অশোককুমার পাত্র বলেন, ‘আমিও ওঁদের সমব্যথী। পেনশন যাতে দ্রুত আসে তার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, দু’-একদিনের মধ্যেই ওঁরা পেনশন পেয়ে যাবেন।’  
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা