বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

অসাড় হাত নিয়ে সাগরে ডুব ৬৯ বছরের কৃষ্ণধনের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হাতে লাঠি। বাঁ পা মাটির সঙ্গে ঘষে ঘষে সাগর থেকে উঠে আসছেন পাড়ে। বাঁ হাত একপ্রকার অকেজো। খালি গা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক হাত দিয়েই প্রণাম করলেন। তিনি কৃষ্ণধন হালদার। কলকাতার পণ্ডিতিয়া রোডের বাসিন্দা। ১০ বছর আগে ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। শরীরের একাংশ অসাড়। সেই অবস্থাতেই সাগরে কপিলমুনির মন্দিরে এসে স্নান করলেন ৬৯ বছরের ওই বৃদ্ধ। অনেকদিন ধরেই এখানে আসবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু সঙ্গ দিচ্ছিলেন না কেউই। বাড়িতে দুই ছেলে থাকলেও তাঁরা রাজি নন এখানে আসতে। তাই এবার কারও উপর ভরসা না করে অসম্ভব মনের জোরে চলে এসেছেন গঙ্গাসাগরে। একবার নয়, দু’বার স্নান করলেন সমুদ্রে। মৃদু গলায় তিনি বলেন, আর সুযোগ পাব কি না জানি না, তাই সংক্রান্তি উপলক্ষ্যে দু’দিন পুণ্য অর্জন করলাম বাবা কপিলমুনির দেশে এসে।
কৃষ্ণধনবাবু হাইকোর্টে কাজ করতেন। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। বেশ কয়েক বছর আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। তারপর থেকে একাকী জীবন তাঁর। বললেন, ছেলেদের কী আর সময় আছে, আমাকে এখানে নিয়ে আসার! তাই কারও ভরসায় থাকিনি। নিজের ব্যবস্থা নিজেই করেছি। এখানে আসতে কষ্ট হলেও স্নান করে সেসব ভুলে গিয়েছি। লাঠি হাতেই জলে নেমে স্নান সারলেন তিনি। তারপর পা টেনে টেনে ধীরে ধীরে হেঁটে চললেন বাড়ির পথে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা