বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

৯০০ কোটির প্রকল্পের উদ্বোধন 
পাঁচলার সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, হুগলিজুড়ে খুশির হাওয়া 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হাওড়ার পাঁচলা থেকে হুগলির একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলার ব্লক ও বিধানসভা ভিত্তিক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয়স্তরেও নানা পরিষেবা প্রদান কর্মসূচি রাখা হয়। ফলে, উত্তরপাড়া থেকে আরামবাগ সর্বত্র ছিল উৎসবের আবহ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ১৫৭টি প্রকল্পের শিলন্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। অন্যদিকে, শতাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসবের সার্বিক রূপায়ণে ব্যয় হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। জেলার গ্রামীণ ও শহুরে এলাকার মধ্যে সমন্বয় রেখে শিলান্যাসের কাজ করা হয়েছে। গ্রামীণ ও শহুরে পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এদিনের উদ্বোধন ও শিলান্যাস পরিকল্পনায় অগ্রাধিকার পেয়েছে।
এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার সমস্ত স্থায়ী করোনা হাসপাতালগুলির শিলান্যাস হয়েছে। ভয়াবহ করোনাকে রুখতে স্থায়ী চিকিৎসা কেন্দ্রের পরিকল্পনা রাজ্য সরকার আগেই নিয়েছিল। এদিন সেই প্রকল্প বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে গেল। জেলাজুড়ে অসংখ্য রাস্তার এদিন শিলান্যাস ও উদ্বোধন হয়েছে। চুঁচুড়ার ইমামবাড়া ও চন্দননগর হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন প্রকল্প গুরুত্ব পেয়েছে। 
এদিন চুঁচুড়ার নতুন প্রসূতি ভবন, হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ারের উদ্বোধন মুখ্যমন্ত্রী করেছেন। একইসঙ্গে চন্দননগর হাসপাতালে নতুন ভবন, ২৪ শয্যার সিসিইউ তৈরির ভবন উদ্বোধন হয়েছে। ইমামবাড়া হাসপাতালে ১০০ শয্যার বিশেষ ধরনের কেয়ার ব্লক তৈরির কাজের শিলান্যাস হয়েছে। উদ্বোধন ও শিলান্যাসের তালিকায় সুস্বাস্থ্য কেন্দ্র, চুঁচুড়ার ইন্ডোর স্টেডিয়াম, এলইডি আলো প্রকল্পও রয়েছে। 
লক্ষ্মীর ভাঁড় হাতে নিয়ে সভায়
সংবাদদাতা, উলুবেড়িয়া: পরনে উজ্জ্বল শাড়ি, মাথায় মুকুট ও টিকলি, কানে দুল, কোলে লক্ষ্মীর ভাণ্ডার, একহাতে ধানের শিষ। বৃহস্পতিবার সকালে এইভাবে লক্ষ্মীর সাজে সজ্জিত হয়ে ছয় কিশোরীকে দেখা গেল পাঁচলায়। এদিন সেখানে মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেই সভাস্থলেই লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে লক্ষ্মীর সাজে হাজির হয়েছিল ছয় কিশোরী। এমন ভিন্ন সাজে সজ্জিত ওই কিশোরীদের উপস্থিতি এদিন সরকারি অনুষ্ঠানটিকে অন্যমাত্রা দেয়। এই কিশোরীরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে আরও বেশ কিছু নতুনত্বের ছোঁয়া ছিল। একদিকে রূপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া নতুন বর-বউকে মঞ্চে দেখা গিয়েছে, তেমনই আবার সবুজশ্রী প্রকল্পের সুবিধা নিতে চাওয়া এক মায়ের কোলে ঘুমন্ত শিশুকেও লক্ষ্য করা গিয়েছে। এছাড়া মানবিক প্রকল্পের সুবিধা নিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও মঞ্চে দেখা যায়। 
23Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা