বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

এবার তিহার জেলেই ঠাঁই কেষ্টর?
সায় দিল্লির আদালতের, চূড়ান্ত প্রস্তুতি ইডির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে রাজধানীর পথে গোরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সোমবার বিশেষ আদালতে গৃহীত হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদন। ফলে বর্তমানে বাংলায় জেলবন্দি কেষ্টকে দিল্লির সদর দপ্তরে নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে কার্যত কোনও বাধা রইল না। সেখানে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে অর্থমন্ত্রকের অধীন এই কেন্দ্রীয় এজেন্সি। এদিন এই রায় দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত। ইডির আবেদন গ্রহণ করে জারি করা হয়েছে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ও। অর্থাৎ আসানসোল থেকে অনুব্রতকে বের করে প্রথমে পেশ করতে হবে দিল্লির সংশ্লিষ্ট আদালতে। তারপর বিচারকের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবে ইডি। যদিও কবে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। এদিকে সূত্রের খবর, রাউস অ্যাভিনিউয়ের এদিনের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যেতে পারেন অনুব্রত মণ্ডল। সেখানে নিম্ন আদালতের রায়কে খারিজ না হলে অবশ্য মুশকিল। কারণ, ইডি হেফাজতের পর তিহার জেলই যে কেষ্ট মণ্ডলের ‘ঠিকানা’ হতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত সবপক্ষ। 
গোরু পাচার মামলায় বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রতকে  দিল্লিতে তুলে এনে জেরা করতে চাইছেন ইডি আধিকারিকরা। এব্যাপারে দীর্ঘদিন ধরেই ঩চেষ্টা চালাচ্ছে এই কেন্দ্রীয় এজেন্সি। একই মামলায় ধৃত তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যে রাজধানীতে নিয়ে আসা হয়েছে রাজধানীতে। আদালতের নির্দেশে তাঁর ঠিকানা এখন তিহার জেল। সেখানেই এক সেলে বন্দি মামলার অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকও। তাই এবার অনুব্রতকেও দিল্লিতে নিয়ে এসে প্রয়োজনে ওই দুই অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। যদিও এর পিছনে অন্য খেলা রয়েছে বলেই দাবি তৃণমূল সূত্রের। তাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের জেলা সভাপতিকে বাংলা থেকে সরিয়ে ‘গ্যারেজ’ করার জন্যই এই কৌশল। 
অন্যদিকে, বাংলায় তো বটেই, গোরু পাচারের টাকা দিল্লিতে পর্যন্ত ব্যবহার করার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। ইডির দাবি, নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কে অনুব্রত বড়সড় ফ্ল্যাট কিনেছেন। তদন্তকারীদের তরফে এই অভিযোগ তুলে সওয়াল করা হয়েছে আদালতেও। অর্থাৎ, ‘অপরাধে’র ঘটনাস্থল দিল্লিও, এমনটা দেখিয়ে কেষ্টকে রাজধানীতে তুলে আনতে মরিয়া ছিল ইডি। অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিবাল বারবার এর বিরোধিতা করেন। তবে দিল্লি হাইকোর্ট বা রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত তাঁর যুক্তি মোটেই গ্রাহ্য করেনি। গত শনিবার উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় রিজার্ভ রেখেছিল। তারপর এদিন ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি রঘুবীর সিং।
25Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা